আমাদের কথা খুঁজে নিন

   

সিলভার চাঁদ ও পাড়ার বখে যাওয়া ছেলেটি

কবিতায় কি হবে, যাওয়ার সময় হলে তুমি এগুবে নিজ পথে তা জেনেও চোখে চোখে রাখার মাঝে এক ধরনের সুখ আছে কেউ বলে বিকৃতি আমি বলি না পাওয়ার মাঝে পাওয়াকে খুঁজে ফেরার পঁচা নস্টালজিয়া। তত্ত্ব আর জীবনতো এক নয়, একই নদীর দুটি ভিন্ন ¯্রােত জীবনানন্দ আর রুমির কবিতা সমান অর্থ বহন করেনা, যদি না হয় মিল প্রেমে-কামে না পড়েও তুমি সুখ খোঁজো নিরন্তন, আমি একলাটি পথ হাঁটি। সুখ, সজীবতা, আবেগ ও কল্পনায় পরিবর্তন সভ্যতার আদি ইতিহাস সময়ে সময়ে বদলে যাওয়ার মাঝেও রঙ আছে, মিথ্যা নয় তোমার বায়ান্নতায় কবি হৃদয় পুড়ে হয় আরেক ট্রয় তবুও হেলেন হারানোর দ্রোহ চলে সমাপ্তিহীন রণক্ষেত্র। ফুল, সুন্দর, নীল আকাশ, পাখির গান ও প্রকৃতি বিস্বাদ হয় একদা বেঁচে থাকার নিরিখে তবুও বাঁচা হয়না বেশিদিন সিলভার চাঁদ হয়ে মায়াবী গ্রহে সখি, এরি নাম ভালবাসা বলে পাড়ার বখে যাওয়া ছেলেটা। উৎসর্গ: জীবনানন্দ ও রুমির কবিতা ভক্তদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।