আমাদের কথা খুঁজে নিন

   

ট্রান্স সিলভার মজবুত টিকিট!



গতকালের ঘটনা। অফিস থেকে বেরোলাম যখন তখন সন্ধ্যা হয়ে গেসে। সাড়ে সাতটা বাজে। যাবো কলাবাগান, সো পল্টন থেকে হাটতে হাটতে প্রেস ক্লাব পর্যন্ত এলাম। ট্রান্স সিলভার একটি বাস দাড়িয়ে ছিল।

আমি পৌছাতেই চলতে শুরু করল। তাড়াহুড়ো করে একটি টিকিট কিনলাম। ১০ টাকার নোট, ৮ টাকা রেখে ২টাকার একটি চকচকে নোট ফেরত দিলেন কাউন্টার ম্যান। একহাতে টিকিট অন্যহাতে টাকা নিয়ে দৌড়োলাম, বাসের হ্যান্ডেল ধরে উঠে অন্য হাত বাড়িয়ে দিলাম টিকিট চেকারের হাতে। সেও দক্ষতার সাথে টিকিট ছিড়ে নিতে চাইল।

কিন্তু একি! টিকিট ছিড়ছে না ! আমিও শক্ত করে ধরে রাখলাম, কন্ডাকটর ও টেনে ধরল। উহু ছিড়ল না ! বাস চলছে, আমি আর চেকার টিকিট নিয়ে টানাটানি করছি! এরা টিকিট এত শক্ত করে বানিয়েছে কবে থেকে? অবশেষে ছিড়ল!! আমি টিকিটের অবশিষ্ট টুকরো চোখের সামনে এনে দেখি --- দুই টাকার নোটটির বাকী অংশ আমার হাতে! অন্য হাতে অক্ষত টিকিট !!! আমি হতভম্ব, শোকাহত!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।