আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগ- সংস্কৃতি, রাজনীতি, সম্ভাবনা, ভাষা, সাফল্য ও সীমাবদ্ধতা (শামীম ভাই´র ৬ টি প্রশ্ন ও আমার স্বল্প জ্ঞানের মতামত)

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . বাংলা ব্লগিং সংস্কৃতিতে রাজনীতি, ভাষা, সীমাবদ্ধতার মাঝেও সম্ভাবনা, সাফল্যও অনেক। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্লগ আজকে একটি অবস্থানে দাড়ানোর কারণে এসব বিষয়ও আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ব্লগ কি এসব কিছুর মাঝেও স্বতন্ত্র হয়ে সামনের দিকে যাচ্ছে! যাচ্ছেই যদি তবে, কি তার সফলতা, কোন দিকগুলোই বা চ্যালেঞ্জ। একরামুল হক শামীমের প্রশ্নভিত্তিক পোস্টের প্রেক্ষিতে নিজস্ব স্বল্পজ্ঞানের মস্তিষ্কের কিছু বাক্য। # সংস্কৃতি নিজেই একটি ব্যাপক ধারণা।

ব্লগীয় সংস্কৃতিও অনেক দূর এগিয়েছে বলে আমার ধারণা। যেখানে অনেক শব্দ জুড়েছে ব্লগ আচরণের সাথে। এখানে ব্লগ সংস্কৃতির মধ্যে দূরে থেকেও আত্মিক সম্পর্কবোধ, ব্যক্তিসত্তা থেকে শুরু করে পারিবারিক, সামষ্টিক চিন্তা বিকাশে ব্লগ পোস্ট ও তার প্রভাব (যেটা শেয়ার করাটা্ই একটা রীতি হয়ে দাড়িয়েছে) ভালো লাগা, প্রিয় তালিকা, ভালো-মন্দ লাগার অনুভূতির শব্দ এটাকে আরো বিস্তৃত করেছে বলেই আমার মনে হয়। # রাজনীতি জীবনের, সমাজের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্লগেও রাজনীতি অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। ব্লগীয় রাজনীতি বলতে আস্তিক, নাস্তিক, ধর্মীয় আবরণ, ধর্মীয় কুসংস্কার বিরোধী, সুস্থ ধারার সুশীল ধারণা, যাই দেখা যাক না কেন- সব কিছুর মধ্যে যুক্তিপূর্ণ নিজস্ব অবস্থান দেখা যায়।

কবিতা, গল্প, নিবন্ধ, উদ্বৃতি, সংবাদের লিংক বা কোন লেখার উদ্বৃতি সব কিছুর মাঝে যখন রাজনৈতিক চিন্তা বেশি প্রাধান্য পায় তখন ব্লগে সেটা নিয়ে গভীর আলোচনা দেখি। আমার মনে হয়, রাজনৈতিক চিন্তার এ দিকটি ব্লগের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ্। পোস্টের একটা বিরাট অংশ রাজনৈতিক ভাবাদর্শ ও ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পর্কিত। # বাংলা ব্লগ আজকে অনেক দূর এগিয়েছে। সামজিক যোগাযোগের মাধ্যম হিসেবে আজকে ব্লগ যতদূর এগিয়েছে তার জন্য ব্লগিং তথা মায়ের ভাষা বাংলায় ব্লগিং বড় কৃতিত্বের দাবীদার।

আর্থিক দিক দিয়ে স্বচ্ছল দেশগুলো সামাজিক যোগাযোগকে লাইফস্টাইল হিসেবেই বর্তমানে কাজে লাগাচ্ছে। এটার মূল কারণ জীবনধারা, শিক্ষা, প্রযুক্তির বিস্তৃতি ও নিত্য নতুন উদ্ভাবন। পেশাগত দিকের নানা ধারা উন্মোচন হওয়ার সাথে সাথে ব্লগও বাড়ছে নানা প্রয়োজন ও চিন্তার প্রসারের জন্য। মত প্রকাশ, সাহিত্য চর্চা থেকেও আরো অনেক দূরে ব্লগের সীমানা। সুস্থ ব্লগিং, দেশীয় সংস্কৃতি নিয়ে আলোচনা, তথ্য প্রদান, সাংস্কৃতিক ধারণা ও ইতিহাসকে পরিচয় করানো, মানুষকে সামাজিক যোগাযোগ তথা প্রযুক্তির সাথে আরো গভীরভাবে পরিচয় করানোর জন্য ব্লগ কাজে লাগবে।

মাতৃভাষার মাধ্যমে বাংলার সুর, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, জীবনাচরণ, মূল্যবোধ সব কিছুকেই নতুন প্রজন্ম, বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়া থেকে শুরু করে সব বয়সীদের মধ্যে বিস্তৃত করা সম্ভব। বিকল্প গণমাধ্যম হিসেবে মানুষের কাছে ব্লগ একটি বিশাল প্লাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। বাড়ছে ব্লগের প্রাতিষ্ঠানিক ভিত্তিও। # ব্লগীয় ভাষায় বিশেষত রম্য ও বিনোদনমূলক পোস্টের ক্ষেত্রে শব্দের নানান রুপ দেখা যায়। এখানে বিষয়বস্তুটাই প্রধান।

সাহিত্য, কবিতা, ইতিহাস ও অন্যান্য বিষয়ে ভাষার মাধূর্য সঠিকভাবেই অনুসরণ করতে ব্লগাররা সচেষ্ট থাকে। বাংলা ভাষার চর্চা বাড়াতে ও একটু একটু করে কম্পিউটারের কি বোর্ডে লিখে যে বাংলা শিখছে নতুন প্রজন্ম বা দেশে বিদেশের বাংলা ভাষাভাষী বা বিদেশীরা এ অবস্থানে শব্দের নানা গরমিল ও উপস্থাপনকে বেশি নেতিবাচক বলা বোধ হয় উচিত নয়। তবে সতর্কতা অবশ্যই দরকার। # ব্লগের সাফল্য আজকে ১৬ টি ব্লগ প্লাটফর্ম মিলে একসাথে আনুষ্ঠানিকভাবে বাংলা ব্লগ দিবস উদযাপন। অনেকগুলো ব্লগ।

লক্ষতম ব্লগারের পুরস্কার প্রাপ্তি, ব্লগ পোস্ট নিয়ে সংসদে আলোচনা, আদালতের রেফারেন্স, ঐতিহাসিক দলিল উপস্থাপন, আজকের সামহোয়্যার ইন থেকে শুরু করে নবীন বাংলা নিউজ ব্লগ বা ক্ষুদ্র আরো অনেক ব্লগ প্লাটফর্ম। এসব কিছু পার হতে যে দিনগুলো যাচ্ছে সেগুলোই ব্লগের নতুন ভবিষ্যত সম্ভাবনাকে আরো উচ্চে তুলে ধরছে। # সীমাবদ্ধতার দিক দিয়েও বাংলা ব্লগ অনেক চ্যালেঞ্জের মুখে আছে। অহেতুক, এক লাইন, দুই লাইনের পোস্ট, ব্যক্তিগত চরিত্র নিয়ে অযথাই পোস্ট, চিন্তার গভীরতা ছাড়াই পোস্ট, ব্যবসায়িক বা লিংকবেজড পোস্ট এমন অনেক কিছুও স্থান পাচ্ছে সামহোয়্যার ইনসহ অন্যান্য ব্লগে। মন্ত্রীরাসহ অনেকেই ব্লগ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।

যদিও তাদের উষ্মার কারণটাই অযথা। না জেনে, বুঝেই করেছেন। কিন্তু এখানে ব্লগের মডারেশনের অনেক বড় দায়িত্ব। মডারেটরের যথার্থ দায়িত্ব পালন, লেখকদের মাণসম্পন্ন লেখার জন্য অনুপ্রেরণা দেয়া ও অহেতুকভাবে দেয়া পোস্টকে সংকলিত পাতায় না দেয়ার দিকে নজর দেয়া দরকার্। লেখার মাণ ও ব্লগের সংস্কৃতির প্রসার তথা সামাজিক যোগাযোগকে আরো শক্ত ভিতের ওপর দাড় করানোর কাজ-অনেক বড় চ্যালেঞ্জ।

একরামুল হক শামীম ভাই´র পোস্ট প্রশ্ন ১. আপনার দৃষ্টিতে 'ব্লগ সংস্কৃতি কোনগুলো? ২. 'ব্লগ রাজনীতি' কোনগুলো? ৩. বাংলা ব্লগের সম্ভাবনা কোন কোন ক্ষেত্রে দেখছেন? ৪. ব্লগের ভাষা নিয়ে আপনার মতামত কী? ৫. ব্লগের সাফল্য কোনগুলো? ৬. বাংলা ব্লগের সীমাবন্ধতা কী কী? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.