আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাটি আপনাকে পড়তেই হবে(শীতার্ত পথ শিশুদের জন্য আহবান)

কুয়াশা আছন্ন এই তীব্র শীতে যে শিশু আজ বস্ত্র ছাড়া, বইছে না কি তার রক্ত ধারা? তোমার মতই তো সে রক্তে গড়া, তবে কেন সে অধিকার হারা? তবূও কেন সে আজ বস্ত্র ছাড়া?? কেন সে আজ কষ্ট পাবে? গায়ের লোম গুলো সব দাড়িয়ে যাবে? অনুভব করবে শীত?? তাদের কষ্টে নড়ে না কেন ক্ষমতাবানদের ভিত????? জানি,প্রশ্ন গুলো শুধু প্রশ্নই রবে, প্রতিধ্বনিই তার উত্তর হবে। তীব্র শীতে পায় নি যে শিশু উষ্ণতারই স্বাদ। চলো বন্ধু আমরা সবাই ধরি তারই হাত। তোমার আশেপাশে হাজারো শিশু আজও পাবে তুমি খুজে। হয়তো তারা কাঁপতে কাঁপতে, ফুটপাতে তে চোখ বুজে।

যদি খুজে পাও এমন শিশু দিও বন্ধু তাকে বস্ত্র। এই বস্ত্রই তোমার হাতিয়ার হবে, হবে আর একটি যুদ্ধের অস্ত্র। জীবন যুদ্ধে সংগ্রামরত যে শিশুকে, করবে বস্ত্র দান। সে তোমার কাছে চির কৃতজ্ঞ রবে, তুমি হবে অম্লান। আসুন আমরা সবাই শীতার্ত পথ শিশুদের সাহায্য করি।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.