আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাটি কার



যদি কোনদিন দিগন্তে’র উপরে মাথা তুলে দাড়াতে পারি, আমি তোমাদের সব হিসেব মিটিয়ে দিয়ে যাবো। কাশবনের ফুলের মতো আঙুলে কেরাম খেলা দেখেছি জানালার বাইরে থেকে কতবার বলতে চেয়েছি শুধু একবার আমাকে খেলতে নাও- দেখেও দেখেনি তারা কোনদিন। বন্ধক রাখা টুকরো স্বর্নের জন্য স্বর্ণকার যা নয় তাই বলে গেছে মাকে । ঘরের পেছনে দাড়িয়ে শুনেছি কতবার । দাঁতে দাঁত চেপে বলেছি যদি কোনদিন দিগন্তে’র উপরে মাথা তুলে দাড়াতে পারি দেখো মা ।

এই কবিতাটির অনেক শব্দ, লাইন ভুল লিখেছি। কারন শুদ্ধ কবিতাটি আমার কাছে নেই। স্মৃতি’তে যা ছিলো_ তাই দিয়েছি এবং ভুল লেখার জন্য কবি এবং কবিতার কাছে ক্ষমাপ্রার্থী। কেউ কি বলবেন এটা কার কবিতা। লেখকের নাম জানলেই শুদ্ধ কবিতাটি সংগ্রহ করতে পারবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.