অনেকদিন আগে প্রথম আলোতে একটা ছবি সহ কবিতা দিয়েছিলো। এর কাহিনীটা ছিলো এরকমঃ
ছেলেটা মেয়েটাকে ভালোবাসতো, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসতো। কিন্তু একসময় ছেলেটার একটা অসুখ হয়, এদিক দিয়ে মেয়ের মা-বাবা ছেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু ছেলেটার এই অসুখের জন্য সে মেয়েটাকে অন্য ছেলের সাথে বিয়ে বসতে বলে। একসময় ছেলেটার অসুখ ভালো হয়।
আর এদিক দিয়ে মেয়েটির স্বামীর বদলির চাকুরীর সুবাদে সে তার পুরোনো প্রেমিকের শহরে আসার সুযোগ পায় , কিন্তু খুব অল্প সময়ের জন্য। তাই মেয়েটা তার আগের প্রেমিক কে চিঠিতে জানায় যে সে তার শহরে আসছে এবং তার সাথে দেখা করতে চায়,ছেলেটিও রাজী হয়। ঠিক হয় সকাল আটটার দিকে ট্রেন থামবে, তখন একফাঁকে তারা দেখা করবে।
যাই হোক, ঐ দিন আসে, ছেলেটা এই জন্য মেয়ের পছন্দের সব খাবার কিনতে থাকে আস্তে ধীরে। একসময় সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৭টা বাঁজে অর্থাত আরোও ১ঘন্টা দেরী আছে।
সে আস্তে আস্তে মেয়েটার সব পছন্দের জিনিস, খাবার কিনে ফেলে এবং তাদের পূর্বের স্মৃতি মনে করতে থাকে। একসময় ঘড়ীতে দেখে প্রায় ৮টা বেঁজে গিয়েছে। তাই সে রেলস্টেশনে অপেক্ষা করতে থাকে।
এমন সময় এক স্টেশন মাস্টার কে আসতে দেখে জিগ্যাসা করে যে অমুক শহরের ট্রেন আসতে আর কতক্ষন লাগবে? জবাবে স্টেশন মাস্টার বলে যে এই ট্রেন আরোও ১ঘন্টা আগে চলে গিয়েছে। ঠিক তখনি ছেলেটার মনে পড়ে যে গতরাতে ঘড়িতে দম দেয়া হয়নি, যার কারণে ঘড়ি ১ ঘন্টা পিছিয়ে আছে।
অর্থাৎ ছেলেটার সাথে আর মেয়েটার দেখা হয়না।
প্রথম আলোতে ছুটের দিনে – তে দিয়েছিলো। কবিতাটার মডেল ছিলো নীচের ২ জন। কারোও কাছে থেকে থাকলে বা কবিতা টি জানা থাকলে প্লীজ, আমার এখানে পোস্ট করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।