যখন বাংলা ব্লগের যাত্রা শুরু হয়েছিল আরো বছর পাঁচেক আগে তখন দেশে ছিলাম না । কিন্তু ফেসবুকের কিছু ব্লগার বন্ধুদের কল্যাণে ২০০৮ সালের শেষভাগে এসে পরিচিত হই সাম'য়ারইনের সাথে । অনিয়মিত পাঠক হিসেবে সাম'য়ারইনের সাথে অগভীর সম্পর্ক ধরে রাখলেও বাংলায় কোনোদিন ব্লগ লিখবো তা চিন্তা করিনি । এ বছর এপ্রিলে দেশে ফেরার পর সফ্ট্ওয়ার আউটসোর্সিং সংক্রান্ত চাকুরির সুবাদে পণ্য বাজারজাতকরণে বাংলা ব্লগিং সাইটগুলোর বাস্তবোপযোগিতা বা সম্ভাব্যতা নিয়ে বেশ কয়েক মাস কাজ করেছি । যার পার্শ্বপ্রতিক্রিয়ায় সাম'য়ারইনে ব্লগার হিসেবে আত্মপ্রকাশ ।
সাম'য়ারইনের নিমন্ত্রনে আমার সৌভাগ্য হয়েছে তৃতীয় বাংলা ব্লগ দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার । যদিও অনুষ্ঠানটির আয়োজন সম্পর্কে আমার এই ব্লগটি লেখা হয়নি তবুও সামষ্টিকভাবে একটা মন্তব্য অপ্রাসঙ্গিক হবে না আশা করি - অনুষ্ঠানটি আমার কাছে অগোছালো মনে হয়েছে এবং অনুষ্ঠানসূচীর ক্রম আয়োজন ও সঞ্চালনায় পরিকল্পনার অভাব ছিলো স্পষ্ট । যাহোক মূল প্রসঙ্গে আসি । অনুষ্ঠানে জনাদশেক সাধারন ব্লগার মাইক্রোফোনে বাংলা ব্লগিং বিষয়ে তাদের প্রশ্ন ও অভিমত তুলে ধরেছেন যার মধ্যে আমাকে অবাক করে অন্তত তিনজন ব্লগারের বক্তব্যে সাম'য়ারইনের ' ৭দিন পর্যবেক্ষন ' সংক্রান্ত ইস্যুটি উঠে এসেছে । আমি নিজে নীতিমালাটির কুফলভোগী ।
আমি ব্লগসাইটের মডারেশন সংক্রান্ত এরকম নীতিমালার বিরোধী নই কিন্তু সাধারনভাবে ' ৭দিন ' বলতে ১ সপ্তাহ বা ৭ দিনই বোঝায় - এর মাঝে দ্ব্যর্থকতা বা অন্য কোনো অর্থ আমি খুঁজে পাইনি ।
আমি আশা করবো সাম'য়ারইন ব্যবস্থাপনা ও পরিচালনায় যারা আছেন তারা বিষয়টিকে যথাযথভাবে এবং গুরুত্বসহকারে আশু নিরসনের মাধ্যমে আমার মতো নতুন ব্লগারদের উৎসাহিত করবেন । ধন্যবাদ সবাইকে
* লিখাটি http://guardedtablet.blogspot.com/ এও প্রকাশিত হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।