আমাদের কথা খুঁজে নিন

   

৭দিন বনাম ১মাস



আমাদের দেশের খুব পরিচিত একটি প্রবাদ ছিলো নয়টার ট্রেন কয়টায় আসে। এতদিন ভেবেছিলাম সেটা হয়ত পুরোনোযুগের প্রবাদ, বা শুধু ট্রেনের জন্যই খাটে। এখনতো দেখি এটা ব্লগাঙ্গনেও এটা সমানভাবে প্রযোজ্য। গতমাসের প্রথম দিকে যখন এই ব্লগে রেজিস্ট্রেশন করি তখন ফ্লাডিং এর দোহাই দিয়ে বলা হলো ৭ দিন (ওটা আবার আন্ডারলাইন করে জোর দেয়াও ছিলো) পর্যবেক্ষনে রাখা হবে। দেখে খুশি না হলেও অন্তত এটা বুঝেছিলাম এটা ব্লগের সুস্থতার জন্যই হয়ত করা হয়েছে এবং মডারেশন প্যানেল যা বলেন তা মীনও করেন।

আজ দেখলাম আমার একাউন্টের বয়স প্রায় একমাস (ব্লগ লিখেছেন: ৪ সপ্তাহ ১ দিন) আর মডারেশন স্ট্যাটাস ঐ একই। এতে আমার কোনো সমস্যাই নেই, আমি এমন কোনো যুগান্তরকারী সাহিত্যকর্ম কোনোকালেই রচনা করবো না যে তা সবার সামনে না এলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে। সবসময় ওয়াচ স্ট্যাটাস রাখলেও সমস্যা নেই। সমস্যাটা অন্য যায়গায়। ব্লগে একটা সার্চ দিয়ে দেখলাম শত শত নতুন ব্লগারের একইরকম কথা বা পোস্ট।

প্রায় সবাইকে অন্যান্য ব্লগাররা বলেছেন ফিডব্যাকে মেইল দিতে। তাহলে নোটিশে আন্ডারলাইন করে ৭ দিন বলার দরকার কি? আর যদি বলা ই হলো, তাহলে যেমন কথা তেমন কাজ নয় কেনো? যদি ফীডব্যাকেই মেইল দিতে হবে তাহলে নোটিশে সেটা লিখলেই তো হয় যে ৭ দিন পর ফীডব্যাকে মেইল দিন। দেশে পিএইচপি এক্সপার্টের নিশ্চই খুব একটা অভাব নেই যে একটা অটোমেটেড স্ক্রীপ্ট বানানো যাচ্ছে না যাতে এই ৭ দিনের প্রমিজ বাস্তবায়ন করা সম্ভব। তা না পারলে ম্যানুয়ালী করার জন্যই বলে দেয়া হোক যে মেইল করুন। ৭ দিন না হলে লেখাটা বদলে লিখুন 'যখন আমাদের ইচ্ছা হবে' - ইচ্ছা বললাম কারন প্রটোকলে যদি স্পেসিফিক্যালি কোনো সংখ্যা না লেখা তাহলে তো সেটা ডিসক্রেশন - যার যা ইচ্ছা তাই তখন নিয়ম।

যা বলা হয় তা যদি নাই করা হয় তাহলে তা না বলাই শ্রেয়। এটা তো ছোটবেলা থেকেই প্যারেন্টসরা শেখায়, শিক্ষকেরা শেখায়, এমন কি স্কুলে ভর্তির আগে ঈশপের গল্পের বই বা কোনো বেডটাইম স্টোরির রূপ কথাতেই থাকে যে ডোন্ট মেইক প্রমিসেস দ্যাট ইউ ক্যান্ট কীপ (এমন কি এর স্ল্যান্গ ভার্শনও আছে - ইওর মাউথ শুডনট রাইট এ চেক দ্যাট ইওর এ্যাস ক্যাননট ক্যাশ)। বড় হয়ে ব্লগাধিপতিরা কি সেটা ভুলে গেলেন? নাকি দেশের সব সেক্টরের মতন এখানেও জবাবদিহিতা ও স্বচ্ছ প্রশাশনের কোনো প্রয়োজনীয়তাই তারা দেখলেন না। আশা করা যায় সামহোয়্যারের মডারেশনে যারা আছেন তারা এই লেখাটা দেখতে পাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।