খুঁজি তারে আমি আপনায়
নতুন বলে শুধুমাত্র এই web site এ ঢুকলে আমার লেখা পড়তে পারবে,তো আমি কি সারাদিন নেট লাইনে বসে থাকবো,যাতে আমার লেখা সবাই পড়তে পারে ,এটা কেমন নিয়ম?৭দিন দেখবে,কি দেখবে?১টা লেখা লিখতেইতো আমার ৭দিনের বেশী লাখবে।আবার বলে "প্রথম পাতা"-এটা আবার কি?আমি নাকি মন্তব্যও লিখতে পারবোনা এখন,কি নিয়ম এটা? যা লিখবো সবাই দেখবে,যখন চাইবে তখনি দেখবে।ও..........আমার লেখা আমি যতবার পড়বো তা আবার পঠিততে যোগ হবে।বাহ্ তাহলেতো বাইরের কে কতবার লেখাটা পড়লো বুঝাই যাবে না।এটা কি হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।