দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন ক'দিন হলো দেশে এসেছি। এক বন্ধুর সহযোগিতায় ইতোমধ্যে মজার রসের শিরনিও খেয়েছি্। পদে পদে শধু মনে হয় আহা সোনার দেশ! কত মজা এখানে, রসের শিরনি, সোল মাছের ঝোল-ঝোল রান্না, ছাতকের কমলা, সদ্য বাজারে এসেছে সবেদা, আহা সোনার দেশ আমার। প্রবাসে বসে দু'বছরের পুরনো বরফ-ঢাকা মাছ, চোখে না দেখলে বুঝার উপায় নেই কি খাচ্ছি। ...... শুধু কিছু শকুনের দল সোনার দেশটাকে শ্মশান বানানোর চেষ্টায় লিপ্ত। কেউ কি নেই সোনার দেশটায় সোনালী সময়ের স্ফুরণ ঘটাবে? রাস্তায় ঘুরবেনা কোন নিরন্ন আনুষ, প্রবাসে কোন বাঙ্গালী শুনবেনা কোন বিদেশীর গালি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।