পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ্গ হয়ে আছে ইহকাল / পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন প্রিয় সহযোদ্ধাগণ,
যুদ্ধের মাঠে সহযোদ্ধা প্রাণ হারালে আমরা একটা দীর্ঘশ্বাস ফেলতে পারি। যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরে আসি না।
নতুন দশকের এ যুদ্ধে আমাদের বুঝে নিতে হবে -- আমরা কার বিরুদ্ধে দাঁড়িয়েছি। অনুধাবন করে নিতে হবে আসলেই রাজীবকে কে বা কারা হত্যা করতে পারে!
বন্ধুগণ, কী ঘটবে সে সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়ে ফেলেছে ঘাতকঘর। আপনি আমিও তালিকার উপরে নিচে লিপিবদ্ধ হয়েছি।
তাই আসুন নিজেদের সংঘবদ্ধ করি আর তৈরি করি রণকৌশল। শুধু শ্লোগানে শ্লোগানে প্রাণ উৎসর্গ করলেই চলবে না। যুদ্ধের একটি কলা-কৌশল আছে। প্রতিপক্ষ একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ বাহিনী। কামানের বিরুদ্ধে গুলতি নিয়ে দাঁড়ালে চলবে না।
আমাদেরও প্রয়োজন কৌশল।
আমাদের হয়তো কোনও নেতা নেই, আমরা সবাই প্রাণের টানে আন্দোলনের কেন্দ্রে উপস্থিত কিন্তু সিদ্ধান্ত আসতে হয় একটি যৌথ আলোচনা থেকে। সিদ্ধান্তের জন্য দুয়ারে দুয়ারে ঘোরা নয় -- বরং অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে রণকৌশল নির্ধারণ করা জরুরী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।