আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিতে সুবিধাবাদীদের সংযত করুন

সত্য কথা বলতে চাই একসময় ইচ্ছা থাকলেও সবাই রাজনীতিতে আসতে পারতো না- কারণ তখন রাজনীতিতে মূল বিষয় ছিল "পরোপকার"- ব্যক্তিগত সুবিধা-অসুবিধা হতো গৌণ বিষয়। রাজনীতির ভাষা ছিল অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত মানুষদের পক্ষে, যা বাস্তবায়ন করতে পারা সবার জন্য সম্ভব ছিল না। তাই রাজনীতিতে আমরা পেয়েছিলাম এমন ব্যক্তিদের, যারা যুগ উত্তীর্ণ হয়েছেন- ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন উজ্জ্বল অক্ষরে। নিজেদের জীবন- সম্পদ- এমনকি সর্বস্ব উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। অথচ আজকাল বেশিরভাগ ক্ষেত্রে ঘটছে উল্টোটা।

এমন কতিপয় রাজনীতিকের আবির্ভাব ঘটছে- যাদের আচরণে স্পষ্ট হচ্ছে তাদের রাজনীতিতে আগমনের কারণ। প্রতিপক্ষকে সহজে হেনস্থা করা- অবৈধ সম্পদ কুক্ষিগত করা- সহজে বিত্তবান হওয়ার সকল নোংরা প্রতিযোগিতায় এরা অগ্রণী হতে ব্যবহার করছে রাজনীতিকে। আর রাজনীতির নামে কি ক্ষমতশীন-কি বিরোধী- সাধারণ মানুষ জিম্মি। অথচ সাধারণ মানুষকে এই জিম্মিদশা থেকে উদ্ধার করতে হবে রাজনীতিকদেরই। এবং এইসকল প্রকৃত রাজনীতিকদেরই সাহসের সাথে লাগাম টেনে ধরতে হবে ঐসব ভন্ড অনুপ্রবেশকারীদের- নতুবা রাজনীতিকগন প্রকৃত/ ভন্ড নির্বিশেষে সাধারণ মানুষের রোষানলে পড়বেন- হয়তো রাজনীতিক-সাধারণ মানুষ দ্বন্দ্ব অন্তরে ঘৃণাপোষণ থেকে শুরু করে পরস্পর হানাহানিতে লিপ্ত হয়ে যেতেও বেশী দেরি হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.