.................
হঠাত্ করে হয়তো কখনো দেখা হয়নি কবীরের টঙ্গে, বাস স্ট্যান্ডে কিংবা ক্যাম্পাসের কোনো এক কোনায়। উচ্ছস্বরে হয়তো বলা হয়নি, "কিরে কি খবর?" ওরাও হয়তো বলেনি "ভাই- টার্মটেষ্ট, ল্যাব....জীবনটা পুরা লাইফ হয়ে গেছে। "
কনকনে শীতের ম্যাড়ম্যাড়ে দুপুরে সমরেশ মজুভদারের 'সর্বনাশের নেশায়' বুকে নিয়ে কখন যে কোথায় চলে গেছি, বুঝতে পারিনি। একদম হঠাত্ করেই শামীমের (২০০১ ব্যাচের পুলিশের গুলিতে নিহত) সাথে দেখা। আক্কেল দাত সহ... সব দাত বের করে হাসছে আর বলছে" কিরে নুপুংসক ভালোইতো আছিস।
"
ওর স্বচ্ছ দাতের ঝলকানিতে আমার চোখ ঝলসে যায়। চোখ বন্ধ করেই বললাম, "কেমন আছিস?"
চোয়াল শক্ত করে বললো, "এক ঝাঁক অমেরুদন্ডী প্রানীদের রেখে এসে কি ভালো থাকা যায়?"
আমি হাঁটছি তো হাঁটছি জীবনানন্দের ঘাঁড়ে ভর করে কুয়াশাময় কোনো নদীর পাড় ধরে। আমার পা ধরে ধরে নদীটা এগিয়ে আসছে ঠিক, ক্যাম্পাসের মাঝ বরাবর। চেতনা'৭১ এর গা ঘেঁষে যুগল স্বরে তীব্র হাসছে আমার দুই সহোদর। কদম গাছটা অপরাধী চোখে প্রবল দুলছে, নত মস্তক হয়ে আছে সমস্ত জারুলের দল।
ওদের কন্ঠে ক্যাম্পাস ময় প্রতিধ্বনিত হয় রুদ্রের কোনো এক কালে লেখা কবিতা,
"একা একা ওই দেখো পালায় ভীরুরা,
স্বজনের দগ্ধ দেহ নির্বিকার দুপায়ে মাড়ায়ে যায়,
বৃদ্ধ জননীর লাশ ঠেলে ওই দেখো কাপুরুর কিভাবে পালায়। "
আমি অস্পষ্ট স্বরে দাতে দাত চেপে বলি, "বিগত ১৫ বছরে আমরা সবচেয়ে ভালো আছি। "
আমার মুখ শুকুরে চেঁটে যায়.... .
-----------------------ইমরান (অনিক ও খাইরুল এর বন্ধু)
অনিক আমাদের কলেজের বন্ধু ছিল। গতকাল ওর মৃত্যুর খবর আমি বিশ্বাস করতে পারছিলাম না। অনিক এবং খায়রুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।
-----------------------ইমরান (অনিক এর কলেজ বন্ধু)
খাঁটি সোনা ফেলিয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চিনে না........................। আমরা হলাম অসভ্য বাঙালী। দুটি
সম্ভাবনাময় সোনারখনিকে হত্যা করলাম।
-----------------------কান্তা
মন টা অনেক খারাপ হয়ে গেল/কবে আমাদের বিবেক জাগবে/ কবে আমরা ঘরে ফেরার নিশ্চয়তা পাব .......দুটো তাজা প্রাণ, দুটো সম্ভাবনাময় জীবন, দুটো প্রতিভা .......এভাবে আর কত/ এই দেশের নীতি নির্ধারকদের প্রতি, এই দেশের সরকারের প্রতি, এই দেশের প্রশাসনের প্রতি আর কতগুলো মুকুশধারী সুশীল সমাজে জানওয়ার দের প্রতি ঘেন্না ধরে গেছে/ অনিক খায়রুল তদের কাছে মাফ চাওয়া আর ক ফুটা অশ্রু ছাড়া আর কি বা করার আছে ভাই/ এই হিরক রাজার দেশে আমরা সাধারণ মানুষ রা যে বড় অসহায়.....হায় রে অভাগা দেশ, হয় রে অভাগা জাতি ...
-----------------------Ashm Che
খাইরুল আর অনিকের এই অপমৃত্যু কোনদিন মেনে নিতে পারব না......যারা আমার এই দুই ছোটভাইকে খুন করেছে তাদের হাজার বার ফাসি হলেও তাদেরকে ক্ষমা করতে পারব না......শুধু তাদের মুখে প্রচন্ড ঘৃন্নায় থু থু দিতে ইচ্ছে করছে,যদি নিজের হাতে শুয়োরগুলোকে খুন করতে পারতাম......
-----------------------Aoronno Hasan Akib
সবাইকে অনুরধ করছি দয়া করে আপনারা লেখাটি শেয়ার করুন এবং আমাদের পেজ এ এসে আমাদের সাঁথে থাকুন
facebook group link: https://www.facebook.com/StopKillingStudents ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।