আমাদের কথা খুঁজে নিন

   

অনিক - খায়রুল ; রক্তের ঋণে চির ঋণী করে গেলে আমাদের

সারাটা পথ জুড়ে আমি একা ''আমার জলজ্যান্ত ছেলেটা ছবি হয়ে গেল। ছেলে আর মোবাইল করে বলবে না, বাবা আমি ঠিক আছি, তুমি ভেবো না। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি এখন বেঁচে থেকে কী করব?'' অনিকের বাবার আর্তোনাদের জবাব দেওয়ার কোনো ভাষা আমাদের নেই। অনিক - খায়রুল ; রক্তের ঋণে চির ঋণী করে গেলে আমাদের ..... এই ঋণের দায় আমরা মাথা পেতে নিয়েছি।

প্রিয় ছোট ভাই, নিষ্ঠুর খুনিদের উপযুক্ত শাস্তি হওয়ার আগে আমাদের আন্দোলন বন্ধ হবেনা। জানিনা এতে রক্তঋণের দায় কতটুকু শোধ হবে। কিছু ঋণ যে শোধ হবার নয়। এইদিকে ভুদাই নিকধারি এক ব্লগার সাস্টের ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা লুটার চেস্টা করছে। ছোটভাইদের তরতাজা দুটো প্রাণ নিথর পড়ে আছে।

আমার ভাইয়ের লাশ নিয়ে কোনো প্রকার নোংরা রাজনীতির খেলা চাইনা। সাস্টের ঘটনা বিস্তারিত জানতে নীচের লিংকগুলুতে যান। শাবিপ্রবির দুই ছাত্রের হত্যাকান্ড এবং বর্তমান পরিস্থিতি (সবার দৃষ্টি আকর্ষণ করছি) শোকের জন্য বিজ্ঞাপন ডাকাতের হাতে নিহত হওয়া শাবিপ্রবিতে পড়ুয়া দুই ছোট ভাইয়ের হত্যার বিচারের দাবি নিয়ে আসলাম দুটি লাশ,একটি মানবতার অপমৃত্যু ও পর্দার অন্তরালে থেকে যাওয়া কিছু অপ্রিয় সত্যের জানাজা...... শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা...দায় এড়াতে পারে না প্রশাসন! শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র অনিক এবং খাইরুল হত্যার বিচার চাই "যূথবদ্ধ শোক" শাবিপ্রবি তে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে বাঁশ খেল ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন! রাজপথে না পারেন, অন্তত আমাদের ফেসবুক পেয-এ লাইক দিয়ে মোরাল সাপোর্ট দিন। অনিক এবং খায়রুল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.