মহান প্রভুর নিকট প্রার্থনা
হে মহান প্রভু, তুমি করুনাময় ও দয়াময় । তোমার দয়া দ্বারা অনুকম্পা দান করো । আমার/আমাদের নামাজ ও নেক আমল কবুল করো। আমার/আমাদের দরুদ ও জিকিরের ছওয়াব নবী করিম (সা.) এর পাক রুহে বখসিয়ে দিও। তৎপর নবীজির (সা.) পূণ্য পরিবারের সকল সদস্যের পাক রুহে ও সকল সাহাবাদের পাক রুহে বখসিয়ে দাও।
নবীজির (সা.) এর সকল উম্মতকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করো প্রভু।
হে মহান আল্লাহ, তুমি আদি পিতা আদম (আ.) ও মা হওয়া থেকে শুরু করে যতো নবী – অলি রয়েছেন তাঁদের রুহের মাগফিরাতের জন্য রহমত করো। হে মাবুদ, তুমি আমাকে/আমাদেরকে শারিরীক, মানসিক, আত্মিক ও রুহানী শক্তি দান করো। আমাকে/আমাদেরককে হেদায়াত দিয়ে তুমি প্রভু তোমার নুর আমার/আমাদের অন্তরে বসিয়ে দাও।
হে আল্লাহ, তুমি আমাকে/আমাদেরকে বেহেস্তে ঠাঁই দিও ।
আল্লাহ্ তুমি আমাকে/আমাদেরকে দৃঢ় ঈমানের সাথে তোমার পানে ফিরিয়ে নিও। হে আল্লাহ, তুমি দয়া পরবশ হয়ে আমি/আমরা জেনে বা না জেনে, প্রকাশ্যে – অপ্রকাশ্যে , জ্ঞানে – অজ্ঞানে যতো পাপ করেছি , তা তোমার দয়ার গুণে ক্ষমা করে দাও প্রভু। প্রভু হে, তোমার দ্বীনের কৃষ্টি আঁকড়ে ধরে ঈমান নিয়ে বেঁচে থাকতে শক্তি দাও ।
হে প্রভু, ছেলে – মেয়েকে, দেশের তরুণ – তরুণীকে সৎ পথে পরিচালিত করো, ওদেরে তাকওয়া ও হেদায়াত দান করো। তুমি যতো মানুষ রোগাক্রান্ত তাদের রোগ যন্ত্রনা নিরাময় করে দাও।
হে আল্লাহ, তুমি মহা প্রলয়ের দিনে শান্তি গাছের সুশীতল ছায়ায় ঠাঁই দিও। সৎকর্ম করতে তুমি ইচ্ছা, সাহস, শক্তি ও মগ্নতা দিও । অসৎ কাজ থেকে তুমি সতত বিরত রেখো। হে মহান , শয়তানের ধোকাবাজি থেকে সতত বাঁচিয়ে সৎ পথে পরিচালিত করো। হে প্রভু, তুমি আমার/আমাদের দেশকে সর্ব রকমের আগ্রাসন ও ষড়যন্ত্র থেকে রক্ষা করো।
হে মাবুদ, তুমি হালাল রুজি অর্জন করতে ও খাইতে তৌফিক দাও। পথভ্রষ্টকারীদের ন্যায় শাস্তি কখনো দিও না এবং পথভ্রষ্টদের পথে চালায়ো না। জুলুমবাজদের জুলুম হতে আমাদেরকে বাঁচাইয়ো। আখেরাতের কঠিন সময়ে প্রবল পিপাসায় শীতল পানি পান করাইও। হে মাবুদ, তুমি তোমার অনুকম্পা দিও, মহত্বের দ্বারা আমার/আমাদের প্রার্থনা মঞ্জুর করে নাও।
হে প্রভু, তুমি যা জানো, আমরা তা জানিনা । তোমার দয়া ছাড়া প্রভু বেহেস্ত পাবো বলে ভাবতেও পারি না। সঠিক বিচার করে আল্লাহ্ তুমি নবীজির (সা.) সকল উম্মতকে বিন্দুমাএ শাস্তি দিও না । মানুষ রুপে পাঠিয়ে , হে আল্লাহ, প্রকৃত মানুষ না করে মৃত্যুর সম্মুখিন করো না । তুমি শান্তির মৃত্যু দিও।
কবরের আজাব মাফ করে দিও। কবরের ছওয়াল জবাব অতি সহজ করে দিও। তুমি প্রভু অপমৃত্যু দিও না। হে প্রভু , আমার/আমাদের হায়াত বাড়িয়ে দিও। সতত সুস্থতার সাথে বাঁচিয়ে রেখো।
হে প্রভু, তুমি আমার/আমাদের পিতা – মাতাকে ক্ষমা করে দাও। তাঁদেরকে জান্নাত দান করো। “উয়াকুর রাব্বির হাম হুমা, কামা রাব্বা ইয়ানি ছগিরা” এই দোয়াটি বেশি বেশি পড়বার তওফিক দাও। সতত তোমার নাম ‘কলবে’ জারি করে দাও। তওবা করা ভাগ্যে নছিব করিও।
চলতে – ফিরতে ও ওঠতে – বসতে সম্যক সাহায্য দিও। সকল ব্লগার্সদের লেখনি শক্তি প্রবল করে দাও।
আমাকে ও আমাদের সকলকে শারিরীক, মানসিক, আত্মিক ও রুহানী শক্তি ও সুস্থতা দান করো। ছেলে – মেয়েকে দোজাহানে ( ইহজগত ও পরজগতে ) মংগলময় নিয়ামত দান করো, ওদেরকে বিপদে – আপদে রক্ষা সদা ও নিরত নিরাপত্তা দান করো। নবিজীর (সা.) উম্মতদেরকে নরকের আগুনে পুড়াইও না।
হে আল্লাহ্, তুমি বেহেস্তের অপার সুখ দান করো। আমিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।