দেশে কোনো গুপ্তহত্যা নেই: টুকু Sat 17 Dec 2011 10:39 PM BdST rtnn পাবনা, ১৭ ডিসেম্বর (আরটিএনএন ডটনেট)-- দেশে কোনো গুপ্তহত্যা নেই দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বিরোধী দল গুপ্তহত্যার নামে প্রচারণা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরান সিরাজ সম্রাটের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিরা এসব হত্যা করে দেশে যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ’৭১- এ পাকিস্তানে নিরাপদে থেকে গোলাম আযম-নিজামীদের জন্য দোয়া করতেন। আর এখন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য রাস্তায় নেমেছেন। খালেদা জিয়া পাকিস্তানের আদর্শ বাস্তবায়নে ব্যস্ত। সুজানগর উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খোন্দকার প্রিন্স, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বেড়া উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান আরজু প্রমুখ বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।