সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। আমি ভালো আছি - তুমি ? রৌদ্র জলে ভিজে ভিজে দু -চোখের সিক্ত পল্লবে, সুখী রঞ্জন ছুয়ে দুঃখের পায়রাকে সযতনে- ঘুম পারাই । বাতাসে নিঃশ্বাসের যন্ত্রনা বিলিয়ে দিয়ে তোমাকে সুধাই, আমিত ভালোই আছি- তুমি? শুধু আকাশে শিশিরের শব্দ দূরের গীর্জা থেকে ভেসে আসা উদাস ঘন্টার ধ্বনি, ঝরে ঝরে শুন্যতায় রেখে যায় - আমি ভালো নেই -হয়ত তুমিও..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।