লাইভ ওয়েব টিভি এর ব্লগ
সময় হয়ে গেলো অনেক টেকসচেতন এর অতি আখাঙ্খিত অনুষ্ঠান "phpXperts সেমিনার ২০১১ "। আগামী শনিবার (ডিসেম্বর ১৭, ২০১১) ধানমণ্ডিস্থ ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউআইইউ) ক্যাম্পাসে পিএইচপির উপরে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। PHP Xperts শিরোনামের এই কর্মশালাতে পিএইচপির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হবে।
আশা করা হচ্ছে এটি হবে প্রযুক্তি জগতে একটি বড় মাপের আয়োজন এবং বাংলাদেশের বৃহত্তম টেক সম্মেলন । রেজিস্ট্রেশন পর্ব শেষ ।
কোড ছাড়া কেউ প্রবেশ করতে পারবেনা । তবুও আপনার হতাশ হবার কিছু নেই ,লাইভ টেলিকাস্ট হবে ইভেন্টটি । কমজগত ডট কম থেকে সেমিনার এর প্রত্যেকটি সেশন লাইভ টেলিকাস্ট করা হবে। আপনারা আপনাদের facebook অ্যাকাউন্ট থেকে বসে সরাসরি অনুষ্ঠান দেখতে পারবেন। অন্য কোন লিঙ্কে এ যাবার দরকার হবে না।
চাইলে আপনি অনলাইনে সেমিনার বিষয়ে আপনার মন্তব্য পাঠানোর পাশাপাশি প্রশ্ন করার সুযোগ পাবেন। Comjagat.com আশা করছে অন্যান্য বারের মতো হাজার হাজার প্রযুক্তিপ্রেমী অনলাইনে অনুষ্ঠানটি উপভোগ করবেন।
facebook থেকে সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি দেখুন
মোট ১২টি সেশন ও ৬টি মিনি সেশন পরিচালনা করবেন মোট ২১জন বক্তা । ১২টি সেশন পূর্ণ সেশন পরিচালনা করবেন তানভীর হাসান খান, নুরুল ফেরদৌস , এম এ হোসেইন তনু এবং অবশ্যই হাসিন হায়দারের মত জাঁদরেল এক্সপার্টসরা । আর বাকি ৬ মিনিটের ৬টি মিনি সেশন পরিচালনা করবেন তাউস, তারেক হাসানের মত সম্ভাবনাময় তরূণ ডেভলপাররা ।
এই সেমিনার নিয়ে যাবতীয় তথ্য দিয়ে ফেসবুক এ একটি পেজ খোলা হয়েছে, যেখানে আপনারা প্রতিনিয়ত এই সেমিনার এর খবর জানতে পারবেন, সরাসরি দেখতে পারবেন এবং পূর্বের phpXperts সেমিনার এর একটি gallery দেখতে পারবেন।
phpXperts সেমিনার ২০১১ এর যাবতীয় সব কিছু জানতে ক্লিক করুন এই লিঙ্কেঃ phpXperts ২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।