সম্পর্কের বাঁধনে বাঁধা বেশির ভাগ জুটিই ‘আই লাভ ইউ’ কথাটি মুখোমুখি বলার চেয়ে মেসেজ হিসেবেই বেশি পাঠাতে পছন্দ করেন। সম্প্রতি মোবাইল ফোন বিষয়ক সাইট গুডমোবাইলফোনস-এর করা এক জরিপের ফল হিসেবে এ তথ্যটিই বেরিয়ে এসেছে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, জরিপের ফল বলছে, শতকরা ৬১ ভাগই নিয়মিত তার সঙ্গীকে আই লাভ ইউ কথাটি মেসেজ হিসেবে পাঠান। আর শতকরা ২২ ভাগ মোবাইলে মেসেজের চেয়ে ভালবাসার এই বার্তাটি সরাসরি বলতেই পছন্দ করার পক্ষে রায় দিয়েছেন।
জরিপে দেখা গেছে, পুরুষের বেলায় ‘আই লাভ ইউ’ কথাটি মেসেজ হিসেবে পাঠানোর হার বেশি। অন্যদিকে, মেয়েরা দিনে সাধারণত একবারই তার সঙ্গীকে এই কথাটি বলতে পছন্দ করেন। পুরুষের ক্ষেত্রে এই সংখ্যাটি দিনে তিন বার।
জরিপে আরো দেখা গেছে, বাড়ির বাইরে থাকা অবস্থায় ‘স্রেফ আই লাভ ইউ‘ মেসেজটির চেয়ে রোমান্টিক কোনো মেসেজই পছন্দ করেন সঙ্গী।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, রোমান্টিক সম্পর্কে মেসেজ পাঠানোর যে ভূমিকা আছে সম্পর্কচ্ছেদেও সেটির ভূমিকা জোরালো।
জরিপের ফল বলছে শতকরা ৭১ ভাগ নারী তার সঙ্গীকে আমি আর তোমার সঙ্গে নেই এমন মেসেজ পাঠিয়ে সম্পর্কচ্ছেদের বিষয়টি জানিয়ে দিতে পছন্দ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।