আমি বলছি রাষ্ট্রকে সরাসরি চ্যালেন্স করা, লাল মসজিদের ঘটনা দিয়ে এর প্রমান। জংগি আগেও ছিল কিন্তু সরাসরি বলে নাই আজ থেকে আমাদের শাসন চলবে!!!! সংস্কার সবাই চাই । আপনারাকি মনে করেন ডিসেম্বারে ০৮ নির্বাচন হয়ে সেনাবাহিনী চলে যাবে না যতবার সেনা শাসন চলেছে ততবার তাদেরকে দায়মুক্তি দিতে হয়েছে না হলে তারা যেত না । আগামী সরকার তাদের মত করে লোকজন বাসাবে, না বসলে ক্ষমতাওনিয়ে নিতে পারে বলবে এদেরকে ক্ষমতা দিলে দেশ আগের অবস্হায় ফিরে আসবে। সেই আগের অবস্হা ধাক্কা দিয়ে নামানো। আশাকরছি বাস্তব অবস্হা তারা বুঝতে পারবে। আমরা সেনা শাসন চাই না । পৃথিবীর এমন কোন কি দেশ আছে যেখানে সেনা শাসন দেশের উন্নতি করেছে ?? দূর্নিতীবাজদের ধরার সাথে সাথে নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি। সব কিছু ভাল করতে গেলে কিছুই ভাল হবে না। কিছুদিন পর ভাল মানুষের সংগা নিয়ে মাতামাতি হবে !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।