এ প্রসঙ্গে দূরবীন ব্যান্ডের নেতা সংগীত শিল্পী শাহিদ বলেন, “আমি গানের মানুষ। আমি জানি সংগীতই পারে সব প্রতিকুলতার মধ্যেও মনকে তৃপ্ত করতে। ব্যান্ড সংগীতের এই ক্রান্তিকালে হঠাৎ দূরবীনের কার্যক্রম বন্ধ ঘোষণা করায় দেশ ও বিদেশের নানা প্রান্তে দূরবীনের ভক্ত অনুরাগীরা আমাকে ফোন করে তাদের আবেগের কথা জানায়।”
ভক্ত আর দেশের রক সংগীতের ধারাকে টিকিয়ে রাখতে আবার নতুন উদ্যমে তরুণদের নিয়ে যাত্রা শুরু করি আমরা। এই ফোনোলাইভ কনসার্টে দূরবীন ব্যান্ডের শুরু থেকে আজ পর্যন্ত যত জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে দর্শকের অনুরোধে ১৫টি গান পরিবেশন করব আমরা।
এনটিভির আমন্ত্রণে ৩ মে রাত ১১ টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
কণ্ঠশিল্পী আরেফিন রুমীর দ্বিতীয় বিয়ের পরে দূরবীন নতুন করে আত্নপ্রকাশ করে গত বছরের ১ ডিসেম্বর। ব্যান্ডটি ইতিমধ্যে ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখে আমার বাংলাদেশ ও এসো মেলায় শিরোনামে দুটি গান প্রকাশ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।