আমাদের কথা খুঁজে নিন

   

''নবাবগঞ্জে ৪০তম বিজয় দিবস বিপুল উৎসাহ উদ্দিপনার সহিত পালিত''

দিনাজপুর, নবাবগঞ্জ থেকে, আবু শাফিক চৌধুরী..... আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস/১১। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নবাবগঞ্জে প্রতিবারের ন্যায় এবারও বিজয় দিবস বিপুল উৎসাহ উদ্দিপনার সহিত পালিত হচ্ছে। রাত্রি ১২.০১ মিনিটে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠন, নবাবগঞ্জ উপজেলা বি,এন,পি, নিড ফাউন্ডেশন সহ আরও সরকারী বে-সরকারী সংস্থ্যার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন। সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয় বিজয় প্যারেড/পিটি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের নৃত্য পরিবেশন এসব মিলিয়ে নবাবগঞ্জ পুরো উপজেলা জুড়েই আজ চলছে সত্যি সত্যিই বিজয়ের উল্লাস। যা নিজ চোখে দেখা না পর্যন্ত বিশ্বাস হবে না। তারপরেও বলতে হচ্ছে কবে হবে এই দেশ রাজাকার মুক্ত, কবে হবে সন্ত্রাস মুক্ত একটি সুখি সমৃ্দ্ধ দেশ যেদিন.......... দু হাঁটু মাটিতে গেড়ে দু বাহু শহীদ মিনারের সামনে উচুঁ করে, মুক্ত বিহঙ্গের নীল সাদা ঐ মেঘগুলোর পানে চেয়ে বিধাতাকে উদ্দেশ্য করে বলতে পারবো........ হে বিধাতা তোমার দানের এই পৃথিবীটাকে আমরা গড়েছি নিজ হাতে তোমার স্বর্গের চেয়েও সুন্দর করে। তুমি আমাদেরকে অমর করে দাও আমরা আমৃত্যু বাঁচতে চাই স্বর্গের ন্যায় এই সুন্দর পৃথিবীতে..............ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।