আমাদের কথা খুঁজে নিন

   

নবাবগঞ্জে গৃহবধূর চুল কর্তন

বসতবাড়ী হাতিয়ে নিতে না পারায় অসামাজিক কাজে লপ্তি থাকার অজুহাতে বেদম মারপিট করে নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূর মাথার চুল কেটে নিয়েছে প্রভাবশালী প্রতিবেশীরা। ওই গৃহবধূ এখন নবাবগঞ্জ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।  
 
নবাবগঞ্জ থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, নবাবগঞ্জের বিনোদনগর ইউপির শ্রীকৃঞ্চপুর (প্রফেসরপাড়া) গ্রামের  ফেন্সিয়ারা বেগম(৩৫) গত মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলার আমিনুর রহমান নামে এক বাক্তিকে সাথে নিয়ে তার নিজ বাড়ীতে আসে। এসময় প্রতিবেশিরা তাকে আমিনুরের পরিচয় জিজ্ঞাসা করলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশীরা তাদেরকে  বাড়ী থেকে বের  করে নিয়ে মারপিট করে। এরপর শালিসের মাধ্যমে এক পর্যায়ে ফেন্সিয়ারার মাথার চুল কেটে নিয়ে স্থানীয় ইউ,পি সদস্য হাফিজুর রহমানসহ প্রতিবেশিরা তাদেরকে রাতেই থানায় সোপর্দ করে।

 
থানায় ফেন্সিয়ারা আমিনুরের সাথে তার বিয়ের কোন প্রমান দেখাতে না পারায় আমিনুরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে এবং ফেন্সিয়ারাকে পুলিশি নিয়ন্ত্রনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
তিনি আরও জানান, ফেন্সিয়ারা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায় তাহলে তা গ্রহণ করা হবে।
 
অপরদিকে  ফেন্সিয়ারা বলেন, সে এক মাস পূর্বে বিরামপুর উপজেলার মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমিনুরকে বিয়ে করেছে। গত মঙ্গলবার রাতে ঘটনার সময় শালিস কারকেরা তার মোবাইল ফোন, কাপড়-চোপর ও নগদ ১৯ হাজার টাকা লুট করে নেয় এবং এসময় তারা তার ভোর আইডি কার্ডসহ বিয়ের কাগজপত্র নিয়ে ছিড়ে ফেলে।
 
ফেন্সিয়ারা আরো জানায়, তার এক প্রভাবশালী প্রতিবেশী তার বসতবাড়ীর জায়গাটি কম টাকায় নেয়ার জন্য চষ্টো করে না পারায় তাকে ওই ফাঁদে ফেলেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ অবগত হয়েছেন।
 
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।