রাজনৈতিক, সাংগঠনিক ও নির্বাচন পেক্ষাপট নিয়ে আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলা আ'লীগের দু'গ্রুপের পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের ওপর ক্ষোভ প্রকাশ করে তার পক্ষে নির্বাচন বয়কটের ঘোষনা করে।
আজ দুপুরে উপজেলার যন্ত্রাইলে ঢাকা জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঝিলূর নেতৃত্বে এবং মুক্তিযোদ্ধা অফিস চত্বরে জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়ার নেতৃত্বে দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যন্ত্রাইলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আজিজুর রহমান ফকু। এ সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আওয়াল, কৃষক লীগের সাবেক সভাপতি এজাজ আহম্মেদ পান্না প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা আব্দুল মান্নান খানের বিতর্কিত কর্মকান্ডের সমালোচনা করে বলেন, তিনি বিগত ৫ পাঁচ বছরে নেতাকর্মীদের উপর স্বেচ্ছাচারিতা করেছেন। বিভিন্ন সময় নেতাদের গালিগালাজ দিয়েছেন। এমনকি জুতা মেরে তার বাড়ি থেকে বের করে দেয়া হবে বলে অপমানিত করেছেন। আওয়ামীলীগের দু:সময়ে যারা আন্দোলন করেছে, জেল খেটেছে, মামলা-হামলার শিকার হয়েছেন তাদেরকে অবমূল্যায়ন করেছেন।
অপরদিকে বাতেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে আবুল হোসেন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উত্তেজিত নেতাকর্মীরা সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের অনিয়ম দূনীতি ও স্বজনপ্রীতির সমালোচনা করে নবাবগঞ্জে দশম জাতীয় নিবার্চনে তাকে বর্জনের ঘোষনা দেয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল বাতেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান উদ্দিন, যুবলীগ নেতা শেখ জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান সুবেদুজ্জামান, আলীমোর রহমান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।