আমাদের কথা খুঁজে নিন

   

নিরবতা ।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । নিচে না গেলেই বোধ হয় ভাল ছিল তাহলে কাধে নিতে হতোনা জোয়াল কুলুর বলদের মত সংসারের ঘানি টানতে হতোনা সতেরোটি বছর হ্যাঁ তার সাথে গড়া সংসারকে আমি ঘানি টানাই বলবো, ফুলে ফুলে সাজানো পথে সে বিছিয়ে দিয়াছে কাঁটা। মানুষ মাত্রই ভুল করে আমিও করেছি, মাশুলও দিয়াছি তার, কম করিনি আমি, ছাড় দিয়েছি শতভাগ। তা না হলে কি করে দু সন্তানের মা হয়েছি কি করে নিজের বড়ো আরো চারজনকে মমতার আচলে লুকিয়েছি? তবুও কপালে সুখ সইলনা! নিজ হাতে সে বপন করেছে গন্দমের সেই বিষবৃক্ষ দিনে দিনে তাতে পানি দিয়ে ফলবান করে তুলেছে।। সতেরো বছরের ঘানি টানা গরুটিকে সতেরো মিনিটেই দেখিয়ে দিলো তার অসহায়ত্ব। আফসোস এখনো আমি ভাবছি না আমি ভুল করছি আমার প্রানের মানুসটিকে বুজতে! সে হয়ত ক্লান্ত আমার সেবা করতে করতে সে তো কনো মহা পুরুষ নয় যে, বুড়ির বিছানো কাঁটা মাড়িয়ে গিয়েও তার সেবা করবে! আমি আবার সব দুর্বলতা মাথায় নিলাম মেনে নিলাম অক্ষম আমি তাই নিরবে তাকিয়ে থাকাই ভাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।