যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!
আজ আষাঢ়ের শেষ বৃষ্টিতে
ভিজেছে আমার বেওয়ারিশ লাশ,
চোখের সামনে এমন নিজেকে লাশ হতে দেখে
কষ্ট হয়না আমার, কেবল বুক চাপরে ঈশ্বরকে বলি
আর কতকাল লাশ হবে আমার আমিত্ব?
উত্তর পাইনা,ঈশ্বরের নিরবতা ভাঙ্গেনা কিছুতেই।
বুকের উপর চাষ-বাস চলে নিয়ত
চোখের সামনে দেখি ফসলের বান
অনুভব করি বাহারি সুবাসের ছটা,
কারাযেনো তোলেনেয় ফসল,
ধূসর চোখে কেবলি কেঁদেযাই
অশ্রুতে বর্ষানামে,থই থই জলে
পালতোলা নৌকা গুলো চলে যায়
আমার বুকের উপর দিয়ে।
প্রতিনিয়ত মহাকালের আত্নবিসর্জন চলে
নিশ্চুপ আমি,আর আমার বেওয়ারিশ লাশ
রোদে পোড়ে -বৃষ্টিতে বিজে,কিন্তু তাতে
কারবা কি আসে যায়,ঈশ্বরই যেখানে নিরব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।