রাহা মারা গিয়েছে.... ব্লগে, পত্রিকায় লিখার ছড়াছড়ি...সুড় সুড়ি দিয়ে পাঠক টানার কাজে ব্যস্ত কিছু পত্রিকা, ব্লগার...। কিন্তু একজনকে ও বলতে দেখলাম না কি ভাবে ১৮-১৯ বছরের এই বাচ্চা মেয়েটা ভাইকে পড়ানো, বাসা ভাড়া, সংসার খরচ জোগাতে হিমসিম খেয়েছে আর লোভী সমাজ ওকে নিংড়ে খেয়েছে ...। গাড়ী কিনে দিয়ে আবার 'দখলে' রাখার জন্য ... গাড়ী ফেরত, ফ্ল্যাট দিয়ে আবার নিয়ে নেওয়া.... কস্ট লাগে যে এত টুকু একটা মেয়েকে সমাজ কিভাবে ট্রিট করল.... এই বয়সে ওর কথা ছিল কলেজে পড়া... জীবন টাকে এগিয়ে নেওয়া কিন্তু তাকেই নিতে হল সংসারের ঘানি .... আর সুযোগ বুঝে লোভী, পিশাচ লোকগুলি ওকে সাহায্য করার নাম নিয়ে ওর জীবনটাই বরবাদ করে দিল। এত টুকু বাচ্চা মেয়েটাকে কেউ সাহায্য করল না কিন্তু ইউজ করল...। ধিক্কার জানাই এই সমস্ত ব্যবসায়ী টিভি মালিক দের যারা লাক্স সুন্দরী র মত অনুষ্টান করে এদেরকে ইউজ করার সুযোগ করে দেয়...... গানে ১ম হলে কেন ৫ লাখ টাকা -গাড়ী দিতে হবে... ওদেরকে শান্তিনিকেতনে পড়ার জন্য ফুল স্কলারশীপ দিয়ে ওর জীবনটা সুন্দর ভাবে গড়তে সাহায্য করা উচিত রাহা এভাবে হেরে গেলে.... দু:খ লাগে সমাজের এই সমস্ত অনাচারের জন্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।