যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
সবাই হিসাব করে এক বছরে কত কি হইলো হইলো না, সারাদেশে, সারাবিশ্ব, পারলে সারা মহাকাশে.....
কত খুন, কত ছিনতাই, কত দুর্নীতি কত কঠিন কঠিন হিসাব মিলায় কিন্তু আমি দেখি নিজের হিসাব মিলাতে হিয়াব টাস্কি ... হিসাব মেলে না । শ্যাষে ভাবলাম এতো কিছু বাদ দিয়ে ব্লগার রাহার একটা হিসাব করি, মেলে কি না । সেখানেও গরবর... হিসাব মেলে নাহ : (
২০০৯ এঃ
এবছর জুড়ে ব্লগ লিখছি : ৬৯ টি (এইটা সহ)
ব্লগে হিট : হিসাব জানি না (বোধহয় ৫-৭ হাজার হইব)
কমেন্ট: সেই হিসাব তো জানি না
কমেন্ট করছি : তাও কইতে পারি না
তুলনামুলক আলোচনাঃ
গত বছরের তুলনায় এবছর ব্লগে উপস্থিতি ছিল অনেক কম । ব্লগও লিখছি কম...সবই কম..... এই জন্য বোধহয় বলে যায়দিন ভালো....
এ বছরের উল্লেখযোগ্য দুর্ঘটনাঃ
গত বছররে শেষ দিক থেকে এবং এবছরের শুরুর দিকে ব্যাপক চেষ্টা করে গুগুল এ্যাডসেন্স এ ১৮৮ ডলার আয় সেই আয়কে রাউন্ড ফিগার (মাত্র ২০০ ডলার) বানাতে গিয়ে একাউন্ট বাতিল হয়ে যায় !!!
উল্লেখযোগ্য প্রাপ্তিঃ
ফেসবুকে রাহা একাউন্টে প্রায় পচিশোর বেশি চেনা-অচেনা বন্ধু যোগ । আর সকাল বিকেল তাদের আমার ব্লগের লিংক দিয়ে উৎপাত ।
আপাতত এই মনে পড়তাছে, মনে আসলে আবার লিখব নে । তাইলে আরেকটা পোস্ট বাড়বে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।