বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... প্রত্যেকটা মাসের ১৬ তারিখে একটা ভাব বহন করে , কারন এটা আমাদের বিজয়ের সংখ্যা । আর ডিসেম্বর হলে তো কথাই নাই । এ মাসের শুরু থেকেই মনের মধ্যে একটা গর্ব গর্ব বোধ হওয়া আরম্ব করে । কারন এ মাসেই বাংলা থেকে পাক কে চিরতরে সাফ করে দেয়া হয়েছে । দূ:খ একটাই পাক কে সাফ করে আমরা নিজেরা সাফ হতে পারছিনা ।
যাইহোক পুরান কথা বিজয়ের আনন্দ মাটি করতে চাইনা । কিছুক্ষন আগে বন্ধুবান্ধব সহ বিজয় করে ফিরলাম । নব্য সিটিকর্পোরেশন এ নারয়নগঞ্জ এর চাষাঢ়া গোলচত্বর সহ অনেক যায়গায় সে সাজ সজ্যার আয়োজন করেছে তা সত্যি অস্বাধারন । চোখে পড়ার মতো । তাই কিছু ছবি শেয়ার করলাম :
এই হলো চাষাড়া গোল চত্বর :
কাছ থেকে লাইটিংগুলো অস্বাধারন লেগেছে ।
বিজয় স্তম্বকে কেন্দ্র করে করা হয়েছে আলোকসজ্যা।
বারোটা বাজার সাথে সাথে বিশাল সাইজের পটকার আওয়াজে কানে তালা লাগার উপক্রম। একটানা চলেছে অনেকক্ষন ।
এই হচ্ছি আমরা (সবাই স্কুল লাইফের ফ্রেন্ড)
যাই হোক ওস্তাদজীরা এবার ছবি দেখার পালা শেষ । ভালা লাগলে রাইত যাইগা পোস্ট দেউনি সার্থক ।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।