আমাদের কথা খুঁজে নিন

   

…~*~…গোধূলীর ওপারে…~*~…

কল্পনাতুর দৃষ্টিতে চির অম্লানকর কিছু দিনের খোঁজে, এক নীরব অভিযানের অভিযাত্রী। গোধূলী আর আবীর...গাঢ় রক্তিম আভা আর সাত রঙ্গে রাঙ্গানো ঐ গগনটা, বিদায় জানাচ্ছে শেষ বিকেলটাকে.......... তমসায় এখনও পুরোপুরি আচ্ছন্ন হয়নি আলো ঝলমলে ব্যস্ত শহরটা...দিনের আলো নিভে যেতে এখনও খানিক বাকি.......... দিবা-রাত্রির এই সন্ধিক্ষণে কোন আলয়ের ছাদে, দাঁড়িয়ে ছিল এক তনুজা...পিঠময় তার এলো চুল ছড়ানো...হয়ত সেই মেয়েটি তুমিই.......... একটা একটা করে নক্ষত্র উঁকি দিচ্ছে আকাশে...তবে সন্ধ্যা তারাটা আজ মনে হয় একটু আগেই উঠেছে তাই না? তুমি তাকিয়ে ছিলে ঐ সন্ধ্যা তারার দিকে.......... "কেন ও আজ এত বেশি দূতি ছড়াচ্ছে? গোধূলী বেলাটা আর একটু থাকলে কিইবা এমন ক্ষতি? ঐ তিমিরের এতই বা কিসের তাড়া এই গোধূলী লগনকে গ্রাস করার? আমি যে গোধূলীর রঙ গায়ে মাখতে চাই...ঐ রঙ মেখে আরও একবার বিলীন হতে চাই, মিশে যেতে চাই গোধূলীর সাথে...দাওনা আমায় আর কিছুটা কাল!!!".......... পাগল তুমি!...একেবারেই পাগল!!!...প্রতিটি সন্ধ্যায় তোমার এই আকূল আকুতি কি শুনতে পায় এই ধরা? পায় না!...দিনের নৌকা সময়ের স্রোতে ভেসে ঠিকই ফিরে যায় আঁধারের তীরে.......... হয়ত এমনই এক সন্ধ্যায় সবাই তোমায় একলা ফেলে চলে যাবে...দূরে, বহু দূরে...শুধু আমি রয়ে যাব শাশ্বতকাল ধরে.......... আমি ছিলাম, আমি আছি, আমি থাকব...ছায়াসঙ্গী হয়ে রব প্রতিটিক্ষণ তোমার পাশে পাশে...হয়ত তোমার আর আমার দেখা হবে আরও একটিবার, ঐ গোধূলীর ওপারে!........ ***বি.দ্র- বলে রাখি, লেখাটায় কোন ধরনের মাথা মুন্ডুই নেই বলা যায়। প্রায় দু'বছর আগের এরকম একটা সন্ধ্যায় লিখেছিলাম এটা।..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।