আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে বাংলাদেশের সুন্দরবনের ১০ ভাগের ১ ভাগ আয়তনের বন এ কয়লা বিদ্যুৎ কেন্দ্র হতে দেয়া না হলেও বাংলাদেশের সুন্দরবনে ঠিক কি করা হচ্ছে

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারি পাইকারি বেবসায়ি , ধর্ম বেবসায়ি সবাইকে বর্জন করুন , নিজে বাঁচুন দেশটাকে বাঁচান ভারতের কর্ণাটক রাজ্যের রাজীব গান্ধি ন্যাশনাল পার্কটি বাঘ,বাইসন এবং হাতির জন্য বিখ্যাত এবং একটি সংরক্ষিত বনাঞ্চল। বনাঞ্চলটির বিস্তৃতি ৬৪৩ বর্গকিমি জুড়ে যা সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তনের দশ ভাগের এক ভাগ।২০০৭ সালে এই রাজীব গান্ধি ন্যাশনাল পার্ক থেকে ২০ কিমি দূরে কর্ণাটক রাজ্যের মাইসুর জেলার চামালাপুর গ্রামে ১ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা করা হয়।কিন্তু ভারতীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত গাইডলাইন,১৯৮৭ অনুসারে কোন সংরক্ষিত বনাঞ্চলের ২৫ কিমি এর মধ্যে কোন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ স্থাপন করা যায় না। তাছাড়া চামালাপুর গ্রামের যে দুই হাজার একর জমি অধিগ্রহণ করে কয়েক হাজার মানুষকে উচ্ছেদ করার কথা তাও ছিল কৃষি জমি। ফলে রাজীব গান্ধি ন্যাশনাল পার্কের ২০ কিমি এর মধ্যে কৃষিজমি নষ্ট করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাটি জনগণের প্রবল বিরোধীতার মুখে ভারত সরকার বাতিল করতে বাধ্য হয় ২০০৮ সালে। যে ভারত তার নিজ দেশে সুন্দরবনের চেয়ে দশ ভাগের একভাগ আয়তনের একটি বনাঞ্চলের ২০ কিমি এর মধ্যে ১ হাজার মেগাওয়াটের তাপ ভিত্তিক কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারেনি, সেই ভারত এবার বাংলাদেশে সুন্দরবনের মতো একটি বিশ্ব ঐতিহ্য, জীব বৈচিত্রের অফুরন্ত আধার, রামসার সাইট এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের মাত্র ১৪ কিমি এর মধ্যে ১ হাজার ৩২০ মেগাওয়াটের একটি বিশাল তাপ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে! ভারতের সীমানার ভেতরের বনাঞ্চল সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত সুন্দরবনের বাংলাদেশ অংশের যেন কোন গুরুত্ব নেই, যেন বাংলাদেশের সুন্দরবন একটি এতিম বনাঞ্চল যার পাশে দাড়ানোর কেউ নাই! মূল লেখা - কল্লোল মুস্তাফা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.