আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে আত্নহত্যার প্রবণতা বাড়ছে

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি ১৭ ঘণ্টায় এক ব্যক্তি আত্মহত্যা করছে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথা এনসিআরবি’র প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। ২০০৬ সালের তুলনায় ২০১০-এ আত্মহত্যার প্রবণতা অনেক বেড়েছে। মনস্তত্ত্ববিদ এবং উপদেষ্টাদের মতে তরুণ প্রজন্ম বেশ বুদ্ধিমান কিন্তু পরিপক্ক নয়। আর তাই বিগত চার বছরে ছাত্রদের মাঝে আত্মহত্যার প্রবণতা ২৬ শতাংশ বেড়েছে।

মনস্তত্ত্ববিদ সঞ্জয় চুঘ বলেছেন, ঘটনা যে ক্রমেই খারাপ থেকে অধিকতর খারাপের দিকে যাচ্ছে সে ব্যাপারে সন্দেহ নেই। দেশের ছাত্ররাই আছে সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে। তাদের মধ্যে হতাশা ক্রমাগত বেড়ে চলেছে। বহু ছাত্র কর্মসংস্থানের অভাবে এবং নানাবিধ চাপের কারণে আত্মহত্যা করছে। প্রতিযোগিতা এবং মানসিক চাপ মানুষকে দিন দিন সহ্যের শেষ সীমায় নিয়ে যাচ্ছে।

এ ধরনের মানুষ খুব সহজেই হতাশ হয়ে পড়ছেন এবং তারা জীবনের বিনিময়ে যে কোনো ঝুঁকি নেয়ার জন্য প্রস্তুত থাকে বলেও তিনি জানান। উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন প্রক্রিয়াকে দায়ী করে অধ্যাপক বিবেক মেনন বলেন, বহু ছাত্র স্কুল পাস করে পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পরীক্ষা দেয়। কিন্তু তাদের অনেকেই ভর্তি হতে না পেরে হতাশায় ভোগে। তরুণ প্রজন্মের জন্য একটা ব্যর্থতাই অনেক কিছু। যার কারণে তারা অধৈর্য হয়ে পড়ে এবং ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিয়ে নেয়।

এনসিআরবি’র পরিসংখ্যান মতে, ভারতে গত বছর ৯৩২০৭ জন পূর্ণবয়স্ক ব্যক্তি আত্মহত্যা করেছে। সূত্র : ইন্টারনেট নিউজ। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.