আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।
বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল ইহা একটি মেগাসিরিয়ালের স্ক্রিপ্ট!
প্রথম পর্বঃ ঘটনার শুরু যুদ্ধাপরাধীদের বিচারের প্রহসনের রায় , অতঃপর জাগ্রত জনতা তথা তরুন প্রজন্মের অপ্রত্যাশিত বিস্ফোরণ। জন্ম হোল প্রজন্ম চত্বরের!
দ্বিতীয় পর্বঃ মোমবাতি প্রজ্জলনের মত অসংখ্য অসহিংস আন্দোলনের মাধ্যমে কর্মসূচী চালিয়ে যাওয়া, এবং স্ব-ঘোষিত ব্লগারদের কাছে দায়িত্ব হস্তক্ষেপ।
তৃতীয় পর্বঃ কিছু দিনের মধ্যেই সরকারী দলের খুনিদের ভালো মানুষের মুখোশ পরে অসাধারন অভিনয় প্রতিভা প্রকাশের সুযোগ এবং সঙ্গে সঙ্গে সরকার বিরোধী আন্দোলনের সরকার পন্থী আন্দোলনে রুপান্তর।
চতুর্থ পর্বঃ ইসলাম ব্যাবসায়ি খুনি- ধর্ষক রাজাকারদের তাণ্ডব শুরু ও ব্লগার রাজিবের খুন!
পঞ্চম পর্বঃ নাস্তিক- আস্তিকের ব্যাবচ্ছেদ শুরু! সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে ৭১'এর পুনরাবৃত্তি।
বেধর্মীদের উপর অমানবিক অত্যাচার।
ষষ্ঠ পর্বঃ আমাদের মাননীয় বিরোধী দলিয় নেতা জামায়াতে- ইসলামীর মহিলা আমীর বেগুম খালেদা ম্যাডামের প্রত্যাবর্তন ও আইন প্রতিষ্ঠার নামে লাগাতর হরতালের কর্মসূচী ও সাধারণ জনগনের জীবন দুর্বিষহ।
সপ্তম পর্বঃ ইসলামী জনতার প্রবল বিক্ষোভের মুখে নতুন আইন প্রণয়ন- এবং নাস্তিক ব্লগারদের শাস্তির নিশ্চয়তা, একাধারে মাওলানা আসিফ মহিউদ্দিনের মত নাস্তিক ব্লগারদের আস্তিকতা প্রমানের জন্য চিল্লায় গমন!!!
অষ্টম পর্বঃ বি এন পি এর নিজেদের মিটিঙে বোমাবাজির নাটক ও পুনরায় হরতালের ডাক, অতঃপর বেশ কিছু নেতা কর্মী আটক এবং পুনরায় তাদের মুক্তির দাবিতে হরতালের ডাক!
নবম পর্বঃ এই সংঘাত ও সামগ্রিক অস্থিতিশীলতা নিরসনে এক ঝাঁক তরুন রক্তের ৭১ ঘণ্টা অনসন এবং আরেক গ্রুপের ফাঁসির দাবিতে আমরণ অনসন।
সমগ্র জাতি প্রস্তুত পরবর্তী পর্বের জন্য! এমতাবস্থায় সংঘর্ষ চলমান!!
সারমর্মঃ বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন ও ক্ষমতার অপব্যাবহারের এক অপূর্ব নিদর্শন প্রতিষ্ঠা! এক দফা - এক দাবি' র জীর্ণ অবস্থা, রাজাকার কসাই ছাগুদের বিজয় উল্লাস , বিরোধী দলের অমানবিক হরতালের তোপে সাধারণ মানুষ - জামায়েত নিষিদ্ধ করনে সরকারী দলের জামায়েত প্রীতির বহিঃপ্রকাশ এবং সবশেষে হতাশার নির্যাশ। রাজারা নিজের মত লুটে নিচ্ছে আমরা বরাবরের মতই শোষিত হচ্ছি!!
প্রশ্নঃ মেগা সিরিয়ালের শেষ কোথায়?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।