আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র-ছাত্রীর বাপ মায়ের জ্বালাতন

লক্ষ্য দু'টা- শান্তি বিনষ্ট না করা, আর পৃথিবীটা ঘুরে দেখা ইস! কী যে কষ্ট। টিউশনি নিয়ে বিপাকে। ছাত্র-ছাত্রীর বাপ মা খুব জ্বালাচ্ছে। এই সময় আস, তো ওই সময় এস না। ছাত্র-ছাত্রীরাও ব্যাপক খুশি।

স্যার আসছে না, মজা করি। আর এদিকে আমার ১২ অবস্থা। পোলাপানদের পড়াতে গিয়ে নিজেই সব ভুলে গেছি। কী যে করি? ব্লগারগণ আপনাদের কারো কি এমন অভিজ্ঞতা আছে নাকি? আমি কী যে করি বুঝতে পারছি না। কদিন আগে ছাত্রের বাপ বলল, আপনি কিন্তু সময়মতো আসেন না..... আবার তাতড়াতাড়ি চলে যান।

এসব চলবে না, আরে বাপ আমি কি তোর টাকা মাগনা খাই!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।