আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ: গনতন্ত্রের মুখোশে পরিবার পরিবারতন্ত্র

সদা নিরুপায় তবুও অকুতোভয় আমার বয়সটা খুব বেশী ও না আবার কম ও না ২৪ কি ২৫। বুঝ জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি বিএনপি ..... আওয়ামীলীগ ..... বিএনপি ..... আওয়ামীলীগ .... যদি ৬০/৭০ বছর বাচতে পারি তাহলেও হয়ত দেখব বিএনপি ..... আওয়ামীলীগ ..... বিএনপি ..... আওয়ামীলীগ .... । স্বাধীনতার ৪০ বছর হতে চলল। দেশ আগে খুড়িয়ে চলত এখন গড়িয়ে চলে। আর আমাদের দেখায় ডিজিটাল বাংলাদেশ।

হায়বে বাঙ্গালী কত বোকা !! একটি হরতাল দেশকে কতটুকু পিছিয়ে দেয় তা একবার ও ভাবে না। মুষ্ঠিমেয় কিছু লোক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য হরতালের নামে গাড়ি ভাংচুর , অগ্নি সংযোগ, মারামারি এমনকি খুনাখুনি পর্যন্ত করে কিন্তু একবার ও ভাবে না যে গাড়িটা তার বাবার সম্পত্তি নয়। দেশের মধ্যে দুটি মাত্র প্রধান রাজনৈতিক দল তারা ইচ্ছে করলে মিলে মিশে দেশটাকে পরিচালনা করলে এ দেশ হতে পারত একটি সোনার দেশ। কিন্তু উভয় দলের কেউ ই তো তা করেই না তার উপর নতুন কোন দল যে মাথা উচু করে দাড়াবে তার অবকাশ টুকু ও নেই। এ যেন মামা বাড়ির সম্পত্তি।

আর উভয় দলের মন্ত্রী / এমপি সাহেবরা সারা জীবন ঐ মন্ত্রী / এমপি পর্যন্ত ই স্বপ্ন দেখা শেষ করে ফেলেন। তাদের মধ্যেও যে যোগ্যতা থাকতে পারে দেশ পরিচালনা করার এ কথা তারা বেমালুম ভুলে গেছেন। আর অপর দিকে আওয়ামীলীগ তৈরী করছে সজীব ওয়াজেদ জয় সাহেবকে যিনি হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী , আর বিএনপি তৈরী করছে তারেক রহমান সাহেবকে যিনি হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তাহলে বোকা বাঙ্গালী ভাবো এ দেশে কিসের চর্চা হচ্ছে গনতন্ত্র নাকি পরিবার তন্ত্র ? এ দেশ ৪০ বছর পূর্বে যেমন ছিল এখনো তেমনি আছে ইনশাআল্লাহ এমনি থাকবে। এ দেশের মানুষ পরিবর্তন চায় ...... একবার বিএনপি ..... আবার আওয়ামীলীগ।

....... এই ভাবে চলতেই থাকবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.