আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়া পত্র: দি ”আনটাইটেলড ডকুমেন্ট”

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ... পাবলিক রিয়্যাকশন : ছি! ছি! ছি! রুমানা মঞ্জুর এত খারাপ! পরকীয়ার মত বিশ্বাসঘাতকতা করার অপরাধে রুমানার চোখ খুবলে নিয়ে সাঈদ বাপের বেটার মত কাজ করেছে! *********************************************** কাজের কথায় আসা যাক: [/sb মাত্র একটা ইমেইল প্রকাশ পেল কেন? ওই বিদেশি-ইরানি ছোকড়াটাকে লেখা শেষ মেইলটাই প্রকাশ হলো কেন? ৮ই মার্চের আগের ইমেইলগুলো কই? জনস্বার্থে সর্বপ্রথম ইমেইল কপি প্রকাশ হলো কার মাধ্যমে??? যে প্রকাশ করছে, তার নাম-ধাম কী? তার তথ্যসূত্র কী? ইমেইলের যে ইমেইজ ফরম্যাট পাওয়া যাচ্ছে, সেটা 'আনটাইেটল্ড ডকুমেন্ট' কেন? ইমেইজ ফাইল দেখে বোঝা যাচ্ছে, এটা মূল ইমেইলের স্ক্রিনশট নয়। ওয়ার্ড জাতীয় ফাইলে ইমেইল প্রিন্ট আউট নেয়া হয়েছে। তারপর স্ক্যান করে ইন্টারনেটে ছাড়া হয়েছে। আপনার ইয়াহু ইমেইল খুলে একটা প্রিন্ট আউট ভিউ করুন এবং দু'টো ই-মেইলের ইনফো অর্ডার দেখুন। (নিজের ইমেইলের প্রিন্ট আউট ভিউ দেখে নিন ) (রুমানার ইমেইল হিসেবে প্রচারিত ইমেইল ) - ইমেইল ”সাবজেক্ট” নীচে নামলো কেন? - Tuesday কেবল Tue হলো কেন? ( ইয়াহু মেইল সেটিংসে ডেট ফরম্যাটিং করা যায় কি?) - টাইম ফরম্যাট মিলছে না; রুমানার মেইল হিসেবে যে ইমেইজ আছে তাতে সেকেন্ড সহ আছে।

( ইয়াহু মেইল সেটিংসে টাইম ফরম্যাটিং করা যায় কি?) - সিসি তো কাউকে দেয়া হয়নি। তবুও ’সিসি’ টাইটেল আসলো কেন? রোমানা মঞ্জুরের ইমেইল আইডি কী? এখানে রোমানার ইমেইল আইডি অংশে নামের মাঝে ”গ্যাপ” কেন? আপনি যদি ইয়াহু’র আজকালকার যে আউটলুক তাতে কোন একটা ইমেইল ওপেন করে, সেটাই সরাসরি কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করুন। পেস্ট করার পর যে ফরম্যাট টা পাবেন - সেটা হলো এরকম - যদি ইমেইল এর প্রিন্ট ভিউ (একেবারে প্রথম স্ক্রিনশট যেটা দেয়া হয়েছে, ইয়াহু প্রিন্ট ভিউ এর) থেকে ইমেইল কপি করে ওয়ার্ডে পেস্ট করেন - তাহলে ফরম্যাটটা এরকম আসবে - কপি-পেস্ট করায় HTML টেবিল ফরম্যাটও চলে আসে। রুমানার ইমেলের স্ক্যানড কপিতে এরকম কিছু মিলছে না কেন??? স্ক্যানড কপির কোয়ালিটি এত খারাপ কেন??? এটা দেখে মনে হচ্ছে যেন ১৯৫৩ সালের পুরনো, অস্পষ্ট হয়ে যাওয়া নথিপত্র! মোবাইলে তোলা হলেও ইমেইজ কোয়ালিটি অ-নে-ক ভাল হওয়া কথা। যে ইমেইজটা প্রচারিত হচ্ছে, সেটা নেয়ার জন্য ইমেইল এক্সেস করা হয়েছে কবে???? ইদানীংকালে???? যদি আগেই করা হয়ে থাকে তো, আগে প্রকাশ করা হয়নি কেন??? রোমানা মঞ্জুরের ইমেইল ইনবক্সের স্ক্রিনশট চাই! প্রকাশিত ইমেইলের স্ক্যানড কপি নয়, সরাসরি স্ক্রিনশট চাই।

৮ই মার্চ তারিখের আগের এবং পরের ইমেইল কপি চাই! স্ক্রিনশট। ইরানি ছেলে নিশ্চয়ই কোন রিপ্লাই দিয়েছিল, যেহেতু ঘনিষ্ট সম্পর্ক ছিল রোমানার সাথে। ইরানি ছেলের ই-মেইলের ”রিপ্লাই” কপি চাই!!! >>>>>>>>> এখানে যেহেতু রুমানার ইয়াহু আইডি ব্যবহার করা হয়েছে। তাই ইমেইল সেটিংস মেলানো হচ্ছে, ইয়াহুর ইমেইলর সাথে। আপনার xyz.com, abc.com এর ইমেল এ্যাকাউেন্টর সাথে ইয়াহু'র ফরম্যাট মেলালে কিন্তু হবে না।

যিনি ওয়ার্ড ফাইলে ইমেইল বসিয়েছেন, তিনি যে নিজে নিজে কোন কিছু "এডিট" করেননি, তার নিশ্চয়তা দিতে কে কে আগ্রহী??? >>> ফেসবুকের ছবি নিয়ে কথা বলার আগে প্রত্যেকে নিজের এবং অন্যের ফেসবুক এ্যালবামগুলো দেখুন। সেখান ছেলে অথবা মেয়ে সহপাঠি/ক্লাসমেট-বন্ধু ইত্যাদির সাথে আপনার কত রকমের ছবি আছে, দেখে নিন। >>> সমাজে যে সব পুরুষ প্রায় হরেদরে স্টাইল/ফ্রি-স্টাইলে পরকীয়ায় আসক্ত, তাদের চোখ খুবলে নেয়া হোক! >>> যারা চরিত্র নিয়ে কথা বলতে বিশেষ আগ্রহী, তাদের সুবিধার জন্যই বলছি, ইমেইল বিষয়ক প্রশ্নের উত্তর দিন। তারপর কত নারীতে, কত পুরুষে পরকীয়া হয়, কত স্ত্রী'র পরকীয়ায় স্বামীর জানোয়ার হয়ে ওঠা ফরজ হয়ে যায়, আর কত স্বামীর পরকীয়ায় আপনার মুখে কুলুপ এঁটে যায় সেটার পরিসংখ্যান দেখে নেয়া যাবে ক্ষণ! >>> সাঈদের মৃত্যু নিয়ে যারা ব্যথিত, নাক-মুখের মাংস খুবলে নেয়া চেহারা দেখে তাদের মানবতা কোথায় লুকিয়েছিল? >>> সাঈদের মানসিক রোগী সাজার শুরু প্রচেষ্টা মনে আছে নিশ্চয়ই সবার। তার কৃতকর্ম অবশ্য সে বিকৃতিকে প্রমাণও করে।

>>> সাঈদের মৃত্যুর তদন্তের দাবি তুলতে গিয়ে রুমানাকে চরিত্রহীন প্রমাণ করা জরুরী হলো কেন? পুলিশ কাস্টডিতে আসামির মৃত্যু পুলিশের জন্য শুভ নয়। >>> বারবার রুমানার চোখের কিছু হয়নি বলে, সাঈদের বাবা যে সহানুভূমি আদায় করছেন, সেটা উল্লেখযোগ্য। রুমানার চোখ ঠিক থাকলে, দুনিয়াতে রুমানার চেয়েও বেশি লাভ হবে সাঈদ ও তার পরিবারের। >>> যারা গালি দিচ্ছেন, তারা পোস্টের প্রশ্নের উত্তর দেন,আপনি আপনার পক্ষে প্রমাণ করতে পারলে আপনারই সুবিধা। >>> লক্ষ্য করুন, এই ই-মেইল ভুয়া প্রমানিত হলে, এটা খুব সুস্পস্ট ভাবে “সাইবার ক্রাইম” -এর আওতায় পড়বে ************************************************* >>>> যে কাগজ থেকে স্ক্যান করা হলো, সেই কাগজটা কই??? >>>> ”আনটাইটেলড ডকুমেন্ট” যদি সেভ করা হয়ে থাকে, সেই ওয়ার্ড ফাইলের সফট কপি কই???? >>>> যারা রিজিওন বেসিসে ই-মেইল সেটিংস খুঁজছেন, তারা রোমানা মঞ্জুরের ইমেইল হিসেবে ব্যবহৃত/প্রচারিত ই-মেইল যে ”প্রবাস” থেকে এক্সেস/ ”হ্যাক” হয়েছে, এমন ”নিশ্চয়তা” দিচ্ছেন???? রোমানা মঞ্জুরের এ্যাকাউন্ট পাসওয়ার্ড কে কে জানতেন??? ************************************************* ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।