ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
পরকীয়া
-আবু মকসুদ
আমাদের সরোবরের মাঝখানে প্রসারিত গাছপালা
অন্ধকারে পেতেছে আসন,
যেন ঢাকাই শাড়ীতে ঢেকেছে তাদের দেহ
পাতার নুপুরে আমরা হাঁটছি পথ, এতোদিনের উপবাসী মন
আজ মেতেছে মিলনে
আমাদের উল্লাসিত শ্বাস এবং প্রশ্বাসের ধোঁয়া আকাশে ছুটছে কুন্ডলি পাকিয়ে
এই যে মিলন
এই যে পরকীয়া ঘর,
এর জন্য কত যুগ পেতেছি আসন
কামাসক্তির পঙ্গপাল আমাদের জড়িয়েছে অবৈধ সম্মোহনে
ওষ্ঠের ফুৎকার উজার করছে দেশ-শস্য-ক্ষেত
বেড়াজাল ছিঁড়ে নিঙড়াই নীলাম্বর, খোলা হয় নাকবন্ধ
আঙ্গুলে আঙ্গুল জমে জ্বলে উঠে চন্দন, সুবাসিত স্বর
মিইয়ে যাওয়ার আগে জন্মেছিল তৃষাগ্নি,
কয়লা ফুড়ে ঝলমলে মুক্তা, নেমে যাই খনি গহবরে
তারপর শূন্যতা, শুধুই শূন্যতা, এবং বাগানঘর
কাছে আসি, দূরে যাই- তবু থেকে যাই পর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।