মাহথির মোহাম্মদকে ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত চবি সিন্ডিকেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ॥ আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদকে ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭৮তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। জানা যায়, সিন্ডিকেট সভায় বিশেষ সমাবর্তনের ব্যাপারে একটি কমিটি গঠন কর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমান সিন্ডিকেট সদস্য আবদুল মান্নানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, মাহথির মোহাম্মদকে বিশেষ সমাবর্তনের মাধ্যমে এ ডিগ্রি প্রদান করা হবে। আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।