আমাদের কথা খুঁজে নিন

   

উপন্যাস পড়ার বয়স

এডিট করুন
তখন ক্লাস সিক্সে পড়ি। বাবার সাথে বই পড়া নিয়ে আলোচনা করছি। বাবা বললেন এখন শুধু উপন্যাস বাদে অন্য সব পড়বা। যখন সেভেনে উঠবা তখন শরৎচন্দ্রের উপন্যাস পড়বা। তারপর অন্যদের লেখা উপন্যাস পড়বা।

আমি জিগাইলাম, "উপন্যাস কি?" বাপে কইল, উপন্যাস হইল ছেলে মেয়েদের প্রেম কাহিনী। আরেকটু বড় যখন হইবা তখন উপন্যাস পইড়া বুঝবা, এখন পড়লে বুঝবা না। আমি বললাম আচ্ছা। নিষিদ্ধ বস্তুর আকর্ষন বলে কথা। পরেরদিনই স্কুলের লাইব্রেরীতে গিয়া জনৈক লেখকের (নাম ভুলে গেছি) "পাহাড়ী প্রেম" নামক উপন্যাসখানা নিয়া বাড়ী আসলাম।

লুকাইয়া আমাদের ফ্যাক্টরীর পাশের ফ্যাক্টরীর ছাদে উপন্যাসখানা নিয়া পড়তে বসলাম। প্রথম তিন চার পাতা পড়তে খুব কষ্ট হতে লাগল। ৮/১০ পাতা পড়ার পর কেমন জানি ঘুম ঘুম লাগতে লাগল। আমি বুঝতে পারলাম উপন্যাস পড়ার বয়স এখনো হয় নাই।
 


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.