মাঝে মাঝে ভাবি সক্রিয় রাজনীতি তে নিজেকে জড়াবো,
কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব, শেরে বাংলা কিংবা ভাসানীদের মত নেতা দের আমলে জন্ম হয়নি বলে দুর্ভাগা মনে হয় কখন ও কখন ও। কিন্তু এখন ও কিছু সৎ মানুষরা এখন ও আছেন।
আকবর আলী খান দের মত মানুষ কিংবা ডঃ ইউনুস রা যদি রাজনীতি তে আসতেন, যারা দেশের মানুষদের কথা ভাবেন , সত্তিকার অর্থে অনেক যোগ্য ।
আমাদের দেশে এক জন মাহথির মোহাম্মদ এর খুব বেশি দরকার।
বিজয় এর মাস টা হয়ে গেলো হরতাল এর মাস।
মগের মুল্লুক পাইছে যখন ইচ্ছা তখন ই হরতাল দিবে।
যে দিকে তাকাই শুধু দূর্নীতি আর অনিয়ম।
সকালে ঘুম থেকে উঠে যখন কর্ম স্থলের উদ্দেশ্যে বের হই প্রথমে ই রাস্তার মোড়ে দেখি ট্রাফিক ৫-১০ টাকা পেলে বাস ছাড়ে না হলে ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রাখে।
এর পর প্রতিটা যায়গায় অনিয়ম। বাজার করতে যাবেন সেখানে ও যার যেভাবে ইচ্ছা সেভাবে দাম রাখবে, কিছু বলার নাই।
চার দিকে তাকিয়ে দেখুন অনিয়ম এর সর্গরাজ্য যেনো এই খানে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।