জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... এধরনের পন্ডিতদের সাথে পারা মুসকিলই.............
ঢাকা ভাগ করা নিয়ে শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের উত্তর
সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সিটি করপোরেশন ভাগ করা নতুন নয়। লন্ডনে দুটি করপোরেশন, ম্যানিলায় চারটি পৌরসভা, সিডনিতে পৌরসভা একাধিক। ’ এক শহরে একাধিক মেয়র থাকার তথ্য সঠিক বলে যদি আমি থেমে যাই, তাহলে আমার অবস্থা সেই অভাগা পণ্ডিতের মতো হতে পারে।
দুই গ্রামের দুই পণ্ডিত। কে সেরা, তা নিয়ে তর্ক।
ঠিক হলো প্রকাশ্যে জ্ঞানের লড়াইয়ে হারজিত ঠিক হবে। গাছতলায় নিরক্ষর অশিক্ষিত জনগোষ্ঠী ভিড় জমাল। প্রথম পণ্ডিতের প্রশ্ন, ‘বলুন তো, হর্নস অব ডিলেমা মানে কী?’ দ্বিতীয় পণ্ডিত চেঁচিয়ে উত্তর দিলেন, ‘উভয়সংকট। ’ এরপর দ্বিতীয় ও ধূর্ত পণ্ডিতের প্রশ্ন, ‘বলুন তো, আই ডোন্ট নো এর মানে কী?’ প্রথম পণ্ডিত সহজ উত্তর ভেবে আরও জোরে চেঁচিয়ে বললেন, ‘আমি জানি না। ’ জনতা এটা তাঁর অজ্ঞতা ভেবে দ্বিতীয় পণ্ডিতকেই শ্রেষ্ঠ হিসেবে মেনে নিলেন।
তাঁরই জয়ধ্বনি গেয়ে বাড়ি ফিরলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বিদেশে পড়াশোনা করেছেন। তিনি বেশ চড়া সুরে ঢাকা ভাগের সপক্ষে বিদেশি দৃষ্টান্ত দেখাচ্ছেন এবং এর বিরোধিতাকারীদের ‘জ্ঞানপাপী’ বলছেন। কিন্তু আমরা জোর দিয়ে বলতে চাই, ঢাকা ভাগের মতো কোনো নজির আমরা পাইনি। তাঁদের বক্তব্য সত্যের অপলাপ।
বিস্তারিতঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।