আমাদের কথা খুঁজে নিন

   

পছন্দ মত গান খুজে বের করা.. এত্ত সহজ নাকি !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility পছন্দ মত গান খুজা খুবই কঠিন একটা ব্যাপার । আর পুরো একটা এ্যালবামের ১ বা ২ কি খুব বেশী হলে ৩ টা গান ভাল লাগে মাত্র ! তাই সহজ পদ্ধতি হল .. রেডিও বাংলা, জার্মান, ইংরেজী যাই হোক .......১০০% রেডিওতে বা ইউটিউবে জানান দিবেই গানের অর্থ কে প্রাধান্য দেই কম বিটের গান গুলোতে আর উড়াধুরা বা রিমিক্স মুজিক গুলিতে সুরকে প্রাধান্য দেই বা আরবী বা ফ্রেঞ্চ বা স্প‌্যানিশ গুলিতেও সুরই ভরসা । পুরো বুঝা দায় । , আরবী সারা জীবন পড়লেও না বুঝে পড়ার কুফল , সুতরাং ফ্রেঞ্চ বা স্প‌্যানিশ বা ইটালিয়ান গুলি ভাষা মিলের কারনে হিট গুলি ধরা যায় । আর তুর্কিশ আর সেয়ারবিয়ান গুলা বুঝি এমনিতেই, আশে পাশে সারা দিন বগর বগর চলতেই থাকে ,....... আর হিন্দী বাই ডিফল্ট ! রা ওয়ান আর না বলি..... ব্লগে বসলেই রেডিও চলতে থাকে , হঠাত পছন্দ হলে টুকে রেখে দেই কম্পুতে তা ডাইরেক্ট বাইপাস হয়ে যায় ট্যাবে , ডালো লিস্ট তৈরী রাখি ।

বা কখনো কম্পুতে লিস্ট গুলাই ডালো করে বাইপাস লিস্ট এ রেখে দেই । নরমাল মুভি বা সফট ডালো হলে বা ফ্রি লাইন... পাঠিয়ে দেই । একখান অটো syn তৈরী করার ইচ্ছা আছে । বিভিন্ন সফট দিয়ে করতে বিরক্ত লাগে । ডাবলটুইস্ট যদিও কাজের ।

কিন্তু পুরাই ট্যাবের সাথে করতে পারলে ভাল হত । প্রবলেম হল । আইটুনস এর অল্টারনেটিভ থাকলেও । উইন্ডোজ টেব হলে ফুল কম্পাটিবল হত আর কি । যদিও আমার চিন্তা জটিল .. হাহাহাহ কিন্তু আমার কাজে লাগে এত কিছু , পরে চিন্তা করে দেখলাম আর কি ।

আর কত সহজ করব ! এতেই আলহামদুলিল্লাহ থাকতে হবে। তবে গান সংগ্রহের এই নমুনা ভাতিজীকে বড়ই ত্যক্ত করে ! কিন্তু আমি তো গান বুঝনেওয়ালা কেউ নই, গান শুনা এমনিতেই ... ভাইটাল পাওয়ার আর কি... ইবাদত বন্দেগী পরকালের পাওয়ার হলে , এইটা এইটাপেরই কিছু ইহকালের ... দোকলা থাকতে না শুনলেও চলত ... আমার শুনতেই হবে কথা নাই । কিন্তু ভূতের মত জীবন আর কত ! সঙ্গী বিহীন সময় ...কেমন যেন... লাগে হাহাহাহ তবে সয়ে গিয়েছে । তবে একটা জিনিস খেয়াল করেছি টপ এ্যালবাম হিট গান গুলিই প্রচার করে রেডিও কর্তৃপক্ষরা আর সেইটাই পছন্দ হইয়া যায় ! আচানক চেষ্টা করতে পারেন , অনেকে গান খুজে পায় না । আমি ভুরি ভুরি ... যদিও আমার পছন্দ বলে কথা নাই, গানের কথা আর সুর ভিন্ন হলে সুবহানাল্লাহ ! চলে... আর কি... আ আ আ আ ... কিংবা ৩ কি ৪ লাইনেও অনেক গান আছে.. ভাল লাগে , কথা গুলি ... কিছু আছে সুরে............. ......গান তখনই শুনি যখন পথে হাটি, কিংবা কম্পু চালাই... আরেকটা কাজে ব্যস্ত থাকলে, যেমন টয়লেটে, গোসলে , রান্না , খাবার, চলার পথে, বাসে, ট্রামে, স্কাই ট্রেইন, আন্ডারগ্রাউন্ড ট্রেন বা মেট্রো যাই বলেন ।

অবসরে পত্রিকা পড়ার সময়. দৌড়ানোর সময়, । শুধু পড়ার সময় মন দিয়ে পড়ি , ইবাদতের সময় মন দিয়ে, কাজ করার সময় মন দিয়ে, ফোনে বা কারো সাথে কথা বলার সময়, ড্রামা দেখা বা গেমস খেলার সময়.. । এই ৫টা কাজে গান কে টাটা জানাই । সুতরাং দিনের ১-২ ঘন্টার বেশী গান শুনা হয়ে না । তবে ছুটির দিন গুলিতে ব্যতিক্রম ।

টানা ঘন্টা দৌড় বা ঘর পরিষ্কার করার সময় গান শুনি । রান্না আর ঘর পরিষ্কার বিরক্তিকর অধ্যায় আমার । তবে আমি আধা কাচাঁ রান্ন অনেক পছন্দ করি । যাউগ্গা. বলতে চাইছিলাম, চাল কুমড়া পছন্দ করি, চলে গিয়েছি... ধান চালের কাছে ঘুমাতে হবে, ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.