যশ, খ্যাতি সবারই ভাল লাগে। টাকা কামানোর একটা সহজ পথ হল এই জগত, একবার খ্যাতি অর্জন করতে পারলে তাকে আর পিছন দিকে মুখ ফিরে তাকাতে হবে না। আধুনিক জুগের বেশির ভাগ ছেলেমেয়েই এই জগতের প্রতি আসক্ত। এমন অনেকেই আছে যারা টাকার জন্য সব কিছু করতে রাজি থাকে।
আর তরুণ তরুণীদের এই আকাঙ্খাকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে কিছু রিয়েলিটি শো।
। এসব শো তে যোগ দেয়ার জন্য ছেলেমেয়েরা পড়াশুনা বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা নিজেদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে না। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। আবার যারা খ্যাতি লাভ করে তারা নিজেদের অতীত এর কথা ভুলে যায়,ভুলে যায় তারা কোথা থেকে এসেছে।
তারা নিজেদের মনুষত্ত হারিয়ে ফেলে। অনেক তরুন তরুণীর জীবন নষ্ট হয়ে গেছে। সোমা নামের একটি মেয়ে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ এর ছাত্রত্ব হারিয়েছে রিয়েলিটি শো অংশ গ্রহন করতে গিয়ে। এত রিয়েলিটি শো হলে যা হবে তা হল তরুন তরুণীরা আর পড়াশোনা না করে মডেলিং, অভিনয়, গান এসবের প্রতি ঝুকে পড়ছে। তারা মনে করে এসব পথে অর্থ উপার্জন করা অনেক সহজ।
এতে করে আমাদের তরুন সমাজ যে বিভ্রান্তির পথে এগুচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এটা ঠিক যে কিছু কিছু ভাল “ক্লোজ আপ ওয়ান” এর মত ভাল কিছু রিয়েলিটি শো আছে। কিন্তু এত বেশী রেয়ালিটি শো হওয়ায় এখন এটি একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আইন দিয়ে এই সমস্যা দূর করা যাবে না। করতে হবে সামাজিক সচেনতা দিয়ে।
এজন্য আমাদের অভিভাবকদের এগিয়ে আসলেই তবেই এ সমস্যা হতে পরিত্রান পাওয়া সম্ভব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।