আমাদের কথা খুঁজে নিন

   

কোন শত্রুরও যেন প্রানের বন্ধু এমন দূরে না যায়

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কতো পুরনো নতুন গান গাইতাম খুলে গলা কতো এলোমেলো পথ হেটেছি দুজন হাত ছিলনা হাতে ছিল যে যার জীবনে দুটো মন ছিল জড়াজড়ি এক সাথে কতো ঝগ্রা বিভাধ সুখের সৃতিতে ভরে আছে শৈশব তোকে সৃতিতে সৃতিতে এখনতো ভালবাসছি অসম্ভব কেন বারলে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায় !! আজ কে যে কোথায় আছি কোন খবর নেইতো কারও অথচ তোর ওই দুঃখ গুলোতে অংশ ছিল আমারও এই চলতি জীবন ঘটনাবহুল দু-এক ইঞ্ছি ফাকে তুইতো পাবিনা আমায় আর আমিও খুজিনা তোকে কতো সুখ পাওয়া হয়ে গেলো তোকে ভুলে গেছি কতবার তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বার বার আজ চলতে ঠিকই শিখেছি , তোকে নেই কোন প্রয়োজন তবু ভীষণ অপ্রয়োজনে তোকেই খুঁজছে আমার মন তুই হয়তো ভাল আছিস আর আমিও মন্দ নেই তবু অসময়ে এসে সৃতি গুলো বুকে আকি বুকি কাটবেই তুই কতো দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামি কেন বারলে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে যে হারানোর তালিকায় সেই কোন কথা নেই মুখে শুধু চুপচাপ বসে থাকা ছিল যার যার ব্যথা তাঁর তাঁর বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে বুঝিনি আমার হ্রিদ স্পন্দন আমার অচেনা হবে এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাধন ছিল হলোও অহংকারের জয় সেই বন্ধন ছিরে গেলো সেই অহংকারের খেলায় দুজনে জিতেগেছি একসাথে প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে সেই বিজয়উল্লাস প্রতিধ্বনিত মূর্ত আর্তনাদে আজ বুকের ভিতর মিষ্টি একটা শৈশব শুধু কাঁদে আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা কতো হাজার বছর তোর হাতটাকে হয়নিতো ছুঁয়ে দেখা কেন বারলে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে যে হারানোর তালিকায় আমি কতো কতো বার আঁকি তোর ছবি অমর কল্পনাতে আজও জ্বলে যায় আজও পুড়ে যায় তোর দুচোখের অবসাদে দেখ নীল নীল নীল আকাশের মত অনন্ত হাহাকার আজ বুকের ভিতর ভাঙ্গছে ভাঙ্গছে ভেঙ্গে সব চুরমার কোন শত্রুরও যেন প্রানের বন্ধু এমন দূরে না যায় শোন বন্ধু , কখনো কোন বন্ধুকে বলোনা যেন বিদায় কেন বারলে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে যে হারানোর তালিকায় !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।