আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি কতই না বিচিত্র: বানর অর্কিড (Orchis simia)

এই অর্কিডটি যে দিন প্রথম দেখলাম কিছুতেই বিশ্বাস করতে পারিনি যে এটি একটি ফুল। প্রকৃতি কতই না মনোহর। আসুন কিছু অসাধারণ সুন্দর অর্কিড দেখি। এই অর্কিডটি দেখতে বানরের ন্যায় বলে এটি বানর অর্কিড নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Orchis simia। এটি Orchis গনের অন্তর্ভুক্ত। এটি জন্মায় ইউরোপ, ভূমধ্যসাগরীয় অঞ্চল, এশিয়া মাইনর ও ইরানে। একটা ১৮+ ছবি (অর্কিডের ইজ্জতের উপর পোকার আক্রমন) ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহিত।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।