আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন ধরনের চরিত্রের অধীকারি হচ্ছি আমরা।

সোনার হরিনের পেছনে ছুটছি। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে রুঢ় চরিত্রের অধিকারী হয়ে যাচ্ছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও বেশির ভাগ মানুষ আচারন করছে আদিম কালের মানুষের মত। বাংলাদেশি মানুষদের ধৌর্য চরমভাবে হ্রাস পেয়েছে। বেশির ভাগ মানুষ সুস্থভাবে কথাই বলতে পারছে না।

একজন মানুষ হয়ত একটা সুন্দর থিম চিন্তা করে একটা কথা বলেছে। কিন্তু অন্যজন সেই বিষয়টা বুঝতে চেষ্টা না করে তাকে নিয়ে হাজারো নেগেটিভ চিন্তাভাবনার কথা বলছে। এবং সেই কথাটা নিয়ে কিভাবে ঐ লোকের সাথে ঝগড়া করা যায় তা করছে। কেউ কেউ তো পুরো বিষয়টাকে নিজের চরিত্রের সাথে মিল ভেবে মনে করছে ঐ লোকটা এই কথাটা তাকেই বলছে। কোন মানুষই সামগ্রিক ভাবে দেশের চিন্তা করছে না।

সবাই তার নিজের বা দলের লাভের কথা চিন্তা করছে। মানুষ সত্য কথা বলতে ভুলে যাচ্ছে। অথবা সত্য কথা বলতে ভয় পাচ্ছে। লোভী মানুষগুলো পা চাটা কুত্তার মত আচারন করে তাদের সুবিধা ভোগ করছে। সবাই কেবল তাদের নিজেদের লাভের জন্য অন্যকে তেল দিচ্ছে।

দলিও অত্যাচারের ভয়ে কিছু কিছু সুশিক্ষিত নির্পেক্ষ (যারা কোন দল করে না) মানুষ মুখ খুলে সত্য কথাটি বলতে ভয় পাচ্ছে। এর জন্য পরিবেশ কিছুটা দ্বায়ি এবং বাকিটা মানুষ করছে একদমই খামখেয়ালির বশে। নিজের স্বার্থের জন্যেও অবশ্য মানুষ রুিঢ় আচারন করছে সুকৌশলে। রাস্তঘাটে প্রায়ই দেখা যায় সবাই তার নিজের দলের পক্ষে কথা বলছে। বেশির ভাগ দলিও ব্যক্তিই তাদের দলের কাজটা ভাল হইছে না মন্দ হইছে তা নিয়ে ভাবছে না।

আর এই সকল পাপের ফল ভোগ করছে একদমই নিরিহ কিছু মানুষ। এ সকল বিষয় ছাড়াও আরও কিছু বিষয় আমার মনকে নাড়া দিচ্ছে। আর তা হলো বেশির ভাগ মানুষই হেল্পফুল না। পারলে তারা সবসময় শুধু অন্যের ক্ষতিই করে। কেউ যদি কখনও কোন ভাল কাজ করে, সেটাকে বাহবা না দিয়ে, সেই কাজের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃস্তি করে।

এই সকল কাজ আমাদেরকে সভ্য জাতি গড়তে বিলম্বিত করছে সবসময়। আসুন আমরা অগত্ত একটা চিন্তা নিয়ে আমাদের জীবন যাপন করি যে, আমরা কারও উপকার করতে পারি আর না পারি কারও কখনও ক্ষতি করব না। তাহলে আমাদের সমাজের একজন একজন করে হয়ত বা এক সময় আমরা সবাই উন্নতি লাভ করতে পারব। (পোস্টটি পড়ার পর কমেন্ট করতে ভুলবেন না) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.