কালের সাক্ষী
গত কাল রাতে যারা খেলে থাকবেন তারা একটা বিষয় খেয়াল করেছেন, তা হল ব্রাজিল যখন গোল করল তখন কাকা যখন গোলের জন্য বল তৈরি করে দেয় তখন তার হাতে লেগেছিল । এটা রেফরি দেখেছিল , কারন গোলের পরই তিনি কাকার পাশে গিয়ে হাসছিল এবং তার ভংঙ্গি দেখে মনে হচ্ছিল কাকােক সে বলছে এমন আর কর না ।একবার যা হয়েছে তাতো হয়েছে ।
কিন্তু এটা কি ফেয়ার কাজ হয়েছিল ? এই জিনিসটা তাকে কি বিতর্কিত করেনি ?
এর পর কাকাকে লাল কার্ডের বিষয়টা একটু ভাবুন । একটা সাধারন বিষয়কে নিয়ে তাকে লাল কার্ড দেয়া হল । যা একেবারে ঠিক ছিল না । আমার মনে হয় রেফারি তার আগের পাপ অর্থাৎ হ্যান্ডবল না ধরার বিষয়টা মোচন করার জন্য এ কাজটা করার উৎসাহ বোধ করেছে ।
সে দেখাতে চেয়েছে যে সে আসলে নিরপেক্ষ ।
কিন্তু এটা কি পুরা ফুটবলকে প্রশ্নবিদ্ধ করেনি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।