আমাদের কথা খুঁজে নিন

   

পাত্রি চাই বিজ্ঞাপনঃ যা বলার বলে দিলাম বাকিটা তোমার

জোরে-সোরে মহব্বতের সাথে স্বপ্ন দেখুন। স্বপ্নই সম্ভাবনা। “A dream you dream alone is only a dream. A dream we dream together is reality”. এই যে এখন একা আছি আসছ না কেউ কাছে এই যে হৃদয় প্রতীক্ষিত বাসছ না কেউ ভাল ঝিঁঝিঁ ডাকার দিন ফুরালে, জোনাক জ্বলা রাত পোহালে আমি কিন্তু উদাস হব, বিবাগী এক বাউল হব কামশীতল পান্ডা হয়ে দিন কাটাব, রাত কাটাব কার কি ক্ষতি? বুঝতে হলে আসতে হবে বাসতে হবে ভাল তোমার আমার রসায়নে পৃথিবী জমকালো। # ঝিঁঝিঁ কখন ও কেন ডাকে – ঝিঁঝিঁদের প্রজনন মৌসুমে পুরুষ ঝিঁঝিঁ গলা ফাটিয়ে চিল্লিয়ে ডাকে। এই ডাকের অর্থ হচ্ছে ঝিঁঝিঁ-বৌদের প্রতি প্রেমের আহ্বান। # জোনাকি কেন আলো জ্বালে – এক্ষেত্রেও সেই একই কান্ড।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৮১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।