ভালো লাগে পাহাড়, মেঘ,পাহাড়ি পথে ঘুরতে ঘুরতে আকাশের কালো মেঘ থেকে যদি বৃষ্টি নামে, খুব বৃষ্টি, তখন আমি বৃষ্টি ভেঁজা পাহাড়ি বালক........ সেবার বিজয় দিবসের বন্ধ পেলাম ।মাথায় ভূত চেপে বসলো পাহাড়ে যাবার !!ভুতকে ঠাণ্ডা করতেই রাতের বাসে রাঙ্গামাটির পথ ধরলাম !!পৌঁছতে পৌঁছতে আধা ভোর হয়ে গেলো,মানে ফজরের আজান দিয়ে বসলো !!বাস থেকে নেমেই পাহাড়ি বন্ধু ছন্দের মুঠো ফোনে ঘুম ভাঙ্গানোর আপ্রাণ চেষ্টা !!তাতে কি,ছন্দের ঘুম কি এতো সহজে ভাঙ্গে ?তার উপর পাহাড়ের কোল ঘেঁষা মেঘের প্রেম,এতো কিছুর ভেতর ছন্দ ভালোই আছে !!হয়তো ঘুমের রাজ্যে বন্ধুকে ভুলে বসে আছে !! 98018c5c58ddec9f] তো যাইহোক,তার ঘুম ভাঙতে ভাঙতে ফজর নামাজটাও পড়া হয়ে গেলো !! নামাজ শেষে মসজিদেই কিছু সময় বিশ্রামের সুযোগটা হাত ছাড়া করলাম না !! যখন ভোরের সূর্য মসজিদের জানালা দিয়ে উঁকি দিয়ে বসলো,মসজিদ থেকে বেড়িয়েই সোজা চলে এলাম খাবার হোটেলে ,উদ্দেশ্য একটাই পেটের জ্বালাটা কিছু একটা দিয়ে মিটিয়ে নেয়া যাক !!পেটটাকে কোনমতে ঠাণ্ডার করে নেই তারপর না হয়,ছন্দের সাথে দেখা করা যাবে !! বন্ধু আমার নাছোড়বান্দা,সে নাকি নাস্তার পর্বটা আবার রিপিট করবে !!কি আর করার বন্ধু বলে কথা ! বন্ধুর কথা কি ফেলে দেয়া যায় ?নাস্তার ফাইলটা এবার একটু আলাদাই বটে,কেনো জানেন ? এবার সে আমাকে ভাত আর ডালের সাথে আলু ভর্তার মন মাতানো এক ফ্লেবার দিয়ে বসলো !! নাস্তা শেষ করেই বোটের জন্য অপেক্ষা !! রোদের হাসিও আকাশে থেকে উঁকি দিলো আর বোটও ঘাটে এসে হাজির হলো !!বোট ঘাটে আশা মানেই তো আর শহুরে বাসের মতো হুমরি খেয়ে লাফিয়ে পড়া নয় !! এ হচ্ছে পাহাড়ি এলাকা,পাহাড়ের সব কিছুই যেন খানিকটা আলাদা,এখানকার মানুষগুলো যেমন আলাদা !! কিন্তু খুব সরল মনের,অল্পতেই মনের ঘরে আপনাকে দেবের আসন দিয়ে বসবে !! বুধবার হাঁটের দিন,গ্রামের লোকরা এসেছে বাজার সদাই-করতে !!বাজার শেষে হলেই বোট আবার ফিরতি পথ ধরবে !! বোট ছুটে চলল কাপ্তাই লেকের বুক চিরে অজানা এক পাহাড়ি পথে !!একদিকে মেঘমুক্ত নীল আকাশের হাতছানি অন্যদিকে কাপ্তাই লেকের পানিতে আদিবাসী নারীর নীরব কান্নার প্রতিচ্ছবি !! চলবে-------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।