আমাদের কথা খুঁজে নিন

   

প্রবল বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠীর শতাধিক পরিবার ঘরছাড়া

বৃহস্পতিবার রাতে পানিবন্দী এসব পরিবার বাড়ি ছেড়ে উঁচু এলকায় আশ্রয় নিয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের কারণে পালট, বড়ইয়া ও উত্তমপুর গ্রামের বাসিন্দারা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
গ্রামগুলোতে মাছের ঘের ও ফসলের ক্ষেতও ভেসে গেছে বলে ইউপি চেয়ারম্যান জানান।
কাঁঠালিয়া উপজেলার স্থানীয় সংবাদকর্মী মো. ফারুক সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমুয়া ইউনিয়নের অন্তত পনেরটি গ্রাম প্লাবিত হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.